Homeচাকরির-খবর

ইসরোর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে IIT খড়্গপুরে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়্গপুরে একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। ইসরোর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে IIT খড়্গপুরে কাজের সুযোগ মিলবে।সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। প্রকল্পটি ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (SAC)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে।

IIT Kharagpur Recruitment 2023 সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

কোন পদে নিয়োগ করা হবে?

নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো(IIT Kharagpur Junior Research Fellow Recruitment) পদে।

কোন বিষয়ে গবেষণা হবে?

পদার্থবিদ্যা বা ফিজিক্স বিভাগের গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের নাম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অপটিক্যাল ইন্টারকানেক্টস (DAO)।

বেতন কত টাকা দেওয়া হবে?

নিযুক্তদের মাসিক বেতনের পরিমাণ হতে পারে ৩৭,০০০ টাকা পর্যন্ত।

আবেদনের শেষ দিন কবে?

আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর।

বয়সসীমা কত?

সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

ফিজিক্সে MSc ডিগ্রির সঙ্গে কাঙ্ক্ষিত নম্বর-সহ NET/ GATE উত্তীর্ণ হতে হবে।

ফিজিক্স/ অ্যাপ্লায়েড ফিজিক্স/ ফোটনিক্স/ অপ্টোইলেকট্রনিক্স/ মেটিরিয়াল সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে M Tech ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

অপটিক্সের জ্ঞান-সহ B Tech ডিগ্রি এবং ফিজিক্সে NET/ GATE উত্তীর্ন হলেও আবেদনের যোগ্য।

অপটিক্সের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে পূর্বঅভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন মূল্য কত?

প্রার্থীদের কোনো আবেদনমূল্য জমা দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন?

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সমস্ত নথি-সহ অনলাইনে আবেদন জানাতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

Apply Online: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker