চাকরির-খবর

WB Primary Teacher Recruitment: এপ্রিল মাসের মধ্যেই রাজ্যে ১২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর। খুব শীঘ্রই রাজ্যে বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ (12000 Teachers Recruitment West Bengal) হতে চলেছে। জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী (Education Minister West Bengal) শ্রী ব্রাত্য বসু।

গত ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের (WB Primary Teacher Recruitment) প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হলো টেট পরীক্ষা (TET Exam)। তার ফলাফল(Tet Exam Result) প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে রাজ্যে অষ্টম দফার ইন্টারভিউ (TET Interview 2023) প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমকে এই খবরটি জানান। তিনি বলেন যে, ‘‘এপ্রিল মাসের মধ্যেই আমরা ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে পারব। আমরা এটা আশা করতে পারছি। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে।’’

গত বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। অষ্টম দফার ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা পর্ষদের (West Bengal Primary Education Department) তরফ থেকে। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) আগেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার জন্য ইন্টারভিউ প্রক্রিয়ার দ্রুত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সামনেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে ১২ হাজার শিক্ষক নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ নাগরিকেরা।

এবছর প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া বেশ কড়া সিকিউরিটির সাথে নেওয়া হচ্ছে। প্রার্থীরা যাতে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা পরিষদের উপর কোন রকম অভিযোগ করতে না পারেন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়াতে আনা হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম।

আপাতত আর এক মাসের মধ্যেই রাজ্য 12 হাজার প্রাথমিক শিক্ষক (Primary Teacher) পদে নিয়োগ হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker