চাকরির-খবর

WBHRB Recruitment: আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারে।

WBHRB আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড দ্বারা প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা WBHRB আয়ুর্বেদিক ফার্মাসিস্টের চাকরির শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন, শেষ তারিখ, আবেদনের ফি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। (WBHRB Ayurveda Pharmacist Vacancy)

West Bengal Health Requirement Board অর্থাৎ WBHRB আয়ুর্বেদিক ফার্মাসিস্ট (Ayurvedic Pharmacist) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেক আয়ুর্বেদিক চাকরিপ্রার্থী আছেন যাঁরা পশ্চিমবঙ্গে ফার্মাসিস্টের চাকরি খুঁজছেন। তাই আজ আমরা সাম্প্রতিক আয়ুর্বেদিক ফার্মাসিস্টের চাকরি 2023 এর বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করবো।

পদের নাম:

আয়ুর্বেদিক ফার্মাসিস্ট(Ayurvedic Pharmacist)

মোট শূন্যপদ:

মোট ৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন(Monthly Salary):

i) বেতন স্কেল: 27,000-69,800/- টাকা
ii) মূল বেতন: 27,000/- টাকা
iii) মাসিক মোট বেতন: 32,000/- টাকা(প্রায়)

আবেদন শুরু:

১৭ই মার্চ, ২০২৩ সাল

আবেদন শেষ:

৩১শে মার্চ, ২০২৩ সাল

বয়সসীমা:

সাধারণ ক্যাট্যাগরির (General Category) প্রার্থীর জন্য সর্বোচ্চ বয়স ৩৯ বছর এবং সংরক্ষিত ক্যাট্যাগরির (Reserved Category) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদিক ফার্মেসিতে দুইবছরের ডিপ্লোমা কোর্স (Diploma Course) পাশের সার্টিফিকেট।
  • ii) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের অধীনে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসাবে নিবন্ধিত হতে হবে।
  • iii) প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে জানতে হবে।

নিয়োগ পদ্ধতি(Selection Process):

একাডেমিক স্কোর অর্থাৎ নম্বরের ভিত্তিতে সিলেকশন হবে প্রথমে তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

আবেদন মূল্য:

সাধারণ ক্যাট্যাগরির প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে ফি হিসেবে। অন্যান্য ক্যাট্যাগরির প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি(Application Process):

i) আবেদন করা হবে অনলাইনে।
ii) পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ 2023 বিজ্ঞপ্তি PDF ডাউনলোড (Download) করুন এবং খুব মনোযোগ সহকারে পড়ুন।
iii) তারপর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যান এবং সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
iv) তারপর আপনার অ্যাকাউন্টে লগ ইন (Login) করুন এবং আবেদন ফর্মটি পূরণ করুন এবং সমস্ত দরকারি নথি আপলোড (Upload) করুন।
v) এবার অনলাইনেই পেমেন্ট (Payment) প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
vi) আবেদন ফরম্যাট জমা দিন এবং একটি কপি প্রিন্ট আউট (Print Out) করে বের করুন।

Important Links:

Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker