চাকরির-খবর

মলিকিউলার বায়োলজি নিয়ে পড়েছেন? চাকরির আদৌ সুযোগ আছে? কোথায় কোথায় পড়ানো হয়? সব জেনে নিন বিশদে।

যত দিন যাচ্ছে ততই ভিন্ন ভিন্ন স্বাদের বিষয় নিয়ে স্নাতকস্তরে (Graduation Course) পড়াশোনা করার চাহিদা বাড়ছে। এরকমই একটি বিষয় হলো Molecular Biology! এই বিষয়টি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে চান অনেক পড়ুয়া। কিন্তু অনেকেই জানেন না যে এই বিষয়টি কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে বা এই বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ (Future) কেমন হবে?

চিন্তা নেই। যদি আপনিও চান Molecular Biology নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। ভালো করে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

স্নাতকস্তরে (Graduation Course) এই বিষয়ে পড়াশোনার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?

  • i) যে সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (Science Department) Physics, Chemistry এবং Biology নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা স্নাতক স্তরে Molecular Biology নিয়ে পড়াশোনা করতে পারবেন।
  • ii) যেসব পড়ুয়াদের পাস সাবজেক্টে Physics, Chemistry, Biology বা Biotechnology আছে তাঁরা এই বিষয়ে স্নাতক স্তরে পড়লে ভবিষ্যতে উচ্চশিক্ষার (Higher Studies) ক্ষেত্রে বাড়তি সুবিধা লাভ করবেন।

যদি আপনি Molecular Biology নিয়ে Phd ডিগ্রি লাভ করতে চান তাহলে সুযোগ কেমন?

স্নাতক স্তরের পরে যদি কোনো পড়ুয়া পরবর্তী কালে Molecular Biology নিয়ে Phd করতে চান তাহলে কিন্তু প্রচুর সুযোগ বর্তমান।

তবে মনে রাখা দরকার যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে (University) কিছু বিশেষ পরীক্ষাতে উত্তীর্ণ হলে তবেই এই সুযোগ দেওয়া হবে। যেমন:

কিছু কিছু Univercity তে NET অর্থাৎ National Eligibility Test/ SET অর্থাৎ State Eligibility Test/ GATE অথবা Graduate Aptitude Test/ M. Phil অথবা Master of Philosophy/ UGC/CSIR অর্থাৎ Junior Research Fellow — এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। আবার এর সাথেই বিশ্ববিদ্যালয়ের তরফে প্রবেশিকা পরীক্ষাও নেওয়া হয়ে থাকে Phd ডিগ্রিতে ভর্তির জন্য।

কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টি পড়ানো হয়ে থাকে?

Molecular Biology নিয়ে স্নাতকস্তরে (Graduation Course) পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে (College and University) পড়ানো হয়ে থাকে, সেগুলি হল:

  • ১. সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন(Sarojini Naidu College for Women)
  • ২. আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ(Acharya Prafulla Chandra College)
  • ৩. কল্যাণী বিশ্ববিদ্যালয়(Kalyani University)
  • ৪. মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি(MAKAUT)
  • ৫. কল্যাণী মহাবিদ্যালয়(Kalyani College)
  • ৬. ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ(Brambhananda Kesob Chandra College)
  • ৭. সুরেন্দ্রনাথ কলেজ(Surendranath College)
  • ৮. দমদম মতিঝিল কলেজ(Dumdum Matijhil College)
  • ৯. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর(Indian Institute of Technology, Kharagpur)
  • ১০. ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার, কলকাতা বিশ্ববিদ্যালয়(University College of Science, Technology and Agriculture, Kolkata University)

এছাড়াও স্নাতকোত্তর স্তরে এই বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Kolkata University, Jadavpur University) পড়ানো হয়ে থাকে।

এই বিষয়টি নিয়ে পড়লে ভবিষ্যতে চাকরি কেমন?

i) All India Civil Services এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা সুযোগ পান Molecular Biology নিয়ে।
ii) এছাড়া কৃষি, চিকিৎসা, পশুপালনের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় (Government and Non Government Company) কাজ করার সুযোগ থাকে।
iii) এই ধরনের চাকরির পাশাপাশি পড়ুয়ারা গবেষণা, শিক্ষকতাও বেছে নিতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker