চাকরির-খবর

Best Government Jobs in India: ভারতের সেরা ৮ টি বেশি বেতনের সরকারি চাকরি কি কি? জানুন বিস্তারিত।

এখনো অনেকে সরকারি চাকরি (Government Job) করতে চান চাকরির সুরক্ষতার জন্য। সরকারি চাকরি যাঁরা করতে চান, তাঁদের জেনে রাখা দরকার যে কোন চাকরিতে উপার্জন বেশি। কেন্দ্রীয় সরকারের (Central Government) এমন বেশ কয়েকটি চাকরি আছে, যেগুলিতে নির্বাচিত হলে প্রার্থীরা মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। এই প্রতিবেদনে আজ আমরা ভারতের সেরা আটটি বেশি বেতনের সরকারি চাকরি সম্পর্কে জানাবো। যাতে আছে মোটা মাইনে এবং উচ্চস্তরের সম্মান। জানুন বিস্তারিত।

Table of Contents

1. Administrative Services:

IAS, IPS এই পদগুলি Administrative Services মধ্যে পড়ে।

নিয়োগ প্রক্রিয়া:

UPSC অর্থাৎ Union Public Service Commission এর তরফে একটি পরীক্ষা নেওয়া হয় এবং ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হয়।

প্রথম পর্যায়ে একজন IPS এর Police Super এবং IAS কে Collector কাম District Magistrate এর পদে পোস্টিং দেওয়া হয়।

মাসিক বেতন:

এই পদগুলিতে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অধীনে বেতন দেওয়া হয়। নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে 56,100 টাকা মাসিক বেতন পেয়ে থাকেন এই পদগুলিতে। শুধু বেতনই নয় বরং ভ্রমণ, স্বাস্থ্য, বাসস্থান সহ বহু ধরণের ভাতা বাবদও প্রচুর অর্থ দেওয়া হয়ে থাকে।

2. RBI Grade-B:

Reserve Bank of India অর্থাৎ RBI এর তরফে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে Grade B পদের ক্ষেত্রে প্রার্থীদের মোটা টাকার বেতন দেওয়া হয়ে থাকে। RBI Grade B থেকে পরবর্তী সময়ে প্রার্থীরা Deputy Governor পদে উন্নীত হতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া:

এই পদে নিয়োগের জন্য RBI আলাদাভাবে একটি পরীক্ষা নেয় ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হয়।

মাসিক বেতন:

নির্বাচিতদের প্রথমে 67,000 টাকা মাসিক বেতন বাবদ দেওয়া হয়ে থাকে এবং এর সাথেই নির্বাচিত প্রার্থীরা তিন BHK ফ্ল্যাটের সাথে সাথে সন্তানদের বিনামূল্যে শিক্ষালাভের মত সুযোগ সুবিধা পান।

3. Professor:

মাসিক বেতন:

UGC এর স্কেল অনুয়ায়ী দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা Professor ও Lectuture রা শুরুর দিকে 56,100 টাকা বেতন দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে অভিজ্ঞতা (Experience) ও পদোন্নতির মাধ্যমে এই বেতনই এক লাখের কোঠা ছাড়িয়ে যায়।

4. Defense:

ডিফেন্স অর্থাৎ সামরিক সুরক্ষা বাহিনী যেমন, ভারতীয় আর্মি, ভারতীয় নেভি এবং ভারতীয় এয়ারফোর্সের (Indian Airforce) বিভিন্ন পদের কর্মীদের চোখ ধাঁধানো বেতন দেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রের মত এখানেও কর্মীদের বর্তমান পদ এবং অভিজ্ঞতার (Experience) উপর ভিত্তি করে বেতন ঠিক হয়। উর্দ্ধতন অফিসাররা প্রায় 56,100 থেকে 2,50,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।

5. DRDO Official:

DRDO অর্থাৎ Defense Research and Development Organization টি Ministry of Defense এর আওতায় পড়ে। এই সংস্থার তরফে যুক্ত Sciencist, Resercher ও Enginner দের আকর্ষণীয় বেতন দেওয়া হয়ে থাকে।

মাসিক বেতন :

এখানে পদ ও অভিজ্ঞতা অনুযায়ী কর্মীরা মাসে 50 হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

6. Judge:

দেশের সমস্ত উচ্চ আদালতের বিচারপতিদের স্থান সবার ওপরে তাই তাঁদের পাওয়া বেতনের অঙ্কটাও দারুণ ভারী।

মাসিক বেতন:

রাজ্যের হাইকোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন শুরুই হয়ে থাকে 1 লাখ থেকে। যা পরবর্তীতে পৌঁছে যায় আড়াই লাখের কোঠায়। তবে, নিম্ন আদালতের বিচারপতিদের বেতনও বেশ চমকপ্রদ। 70 থেকে 90 হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন তাঁরা।

7. PSU Officer:

PSU বলতে বোঝায় Public Sector Undertaking সংস্থাগুলিকে। দেশের কয়েকটি PSU হল:

i) Oil and Natural Gas Corporation (ONGC)
ii) Bharat Heavy Electrical Limited (BHEL)
iii) National Thermal Power Corporation (NTPC) ইত্যাদি।

বেতন:

এগুলিতে নানান ধরনের উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে Engineering, Finance, Management ইত্যাদি Sector গুলিতে নিযুক্ত প্রার্থীদের দেওয়া হয় মোটা বেতনের চাকরি।

8. ASO:

ASO অর্থাৎ Assistant Section Officer পদটি Ministry of External Affairs অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীনস্থ।

নিয়োগ প্রক্রিয়া :

এই পদে প্রার্থীদের SSC CGL পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়।

মাসিক বেতন :

এই পদের ক্ষেত্রে প্রাথমিকভাবে, 1.25 লাখ টাকার কাছাকাছি বেতন দেওয়া হয়। অভিজ্ঞতা বৃদ্ধি (Experience gain) এবং প্রমোশনের (Promotion) সাথে সাথে পরবর্তীতে বেতন আরও বৃদ্ধি পায়।
এছাড়াও প্রার্থীদের ভালোমানের কোয়ার্টারসহ (Quarter) ভালো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হয়ে থাকে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker