যাদবপুরের ঘটনা দেখে র্যাগিং রুখতে বড় পদক্ষেপ নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনা এখন আমাদের সকলেরই জানা। প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর জেরে র্যাগিং(Ragging) নিয়ে নড়েচড়ে বসেছে ইউনিভার্সিটি কতৃপক্ষ। প্রথম বর্ষের পড়ুয়াদের যাতে র্যাগিং এর শিকার না হতে হয়, তাই তাদের সম্পূর্ন আলাদা হোস্টেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুরের ঘটনা দেখে র্যাগিং রুখতে বড় পদক্ষেপ নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা(CCTV Camera)।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে(Burdwan University) র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হোস্টেলে কড়া নজরদারি চালাবে কতৃপক্ষ। বহিরাগত ছাত্রদের প্রবেশ আটকানোর জন্য প্রতিটা ঘরের নম্বরিং করা হবে এবং ঘরে কোন কোন ছাত্র থাকছে, তার তালিকা করা হবে। এই তালিকা নোটিশ বোর্ডে লাগানো হবে। হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে এই তালিকা। তালিকার বাইরের কারা হোস্টেল চত্বরে প্রবেশ করছে, কখন আসছে, কখন যাচ্ছে সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে।
স্বপ্নদীপ এর মৃত্যুর পর ইউনিভার্সিটি ক্যাম্পাসে সিসিটিভি(CCTV In College Campus) লাগানোর সপক্ষে বলেছেন অনেকেই। আবার ইউনিভার্সিটির বেশিরভাগ স্টুডেন্টরাই CCTV লাগানোর বিপক্ষে। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে CCTV বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতৃপক্ষের তরফে। এবার Ragging এবং বহিরাগতদের প্রবেশ বন্ধ হয় কিনা, সেটাই দেখার।