অন্যান্য

Summer Tips: গরমকালে লাগাম ছাড়া ইলেকট্রিক বিল? কিভাবে কমাবেন বিদ্যুৎ বিলের খরচ? জানুন

সারা পশ্চিমবঙ্গ জুড়েই বর্তমানে গ্রীষ্মের দাবদাহ চলছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেই বর্তমানে ৪২ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা। প্রতিবছর দেখা যায় শীতকালে তুলনায় গরমকালে গ্রাহকদের ইলেকট্রিসিটি বিল বেশি আসে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, পাখা ইত্যাদি। সময়ের সাথে সাথে এই ইলেকট্রিক ডিভাইস গুলির ব্যবহার বহুগুণ বেড়ে গিয়েছে আর তার যারাই গরমকালে অনেক টাকার বিদ্যুৎ বিল আসে।

প্রতিটা পরিবারেই সংসার খরচের পাশাপাশি বিদ্যুৎ বিলের জন্য আলাদা একটা টাকার পরিমাণ নির্ধারিত থাকে। এই অবস্থায় গরমকালে তাপমাত্রা যে হারে বাড়ছে, তাতে করে এই টাকার পরিমাণ আপনাদের বাজেটের বাইরে বেরিয়ে যাওয়া সম্ভাবনা অনেক বেশি। অনেকেই ভেবে উঠতে পারছেন না যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। গরমের হাত থেকে বাঁচতে গেলে এই ডিভাইসগুলি ব্যবহার করতেই হবে, তার সাথে বাজেটের দিকেও খেয়াল রাখতে হবে।

আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কয়েকটি টিপস (Summer Tips) জানানো হবে, যেগুলির মাধ্যমে আপনারা গরমকালে ইলেকট্রিসিটি বিল অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন এবং বিলের খরচ আপনার বাজেটের মধ্যেও চলে আসতে পারে। (How to reduce the cost of electricity bills?)

১. নিয়ম মেনে এসি ব্যবহার করুন:

বাইরে যেখানে ৪২ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেখানে আপনাদের ঘরে যদি ২২ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তাহলেই বেশ আরামদায়ক পরিবেশে থাকতে পারবেন আপনারা। তবে এসিতে ২২ ডিগ্রির নিচে তাপমাত্রা নামালে বেশ দ্রুত গতিতে বিদ্যুৎ খরচ হতে থাকে। ইলেকট্রিসিটি বিল বাঁচাতে গেলে এয়ারকন্ডিশন এর তাপমাত্রা কখনই ২২ ডিগ্রী সেন্টিগ্রেডের নিচে করবেন না।

পাশাপাশি ঘর একবার ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে দিতে পারেন এবং তার পরিবর্তে ফ্যান ব্যবহার করতে পারেন। সারা রাত যদি আপনারা এসি ব্যবহার করেন, তাহলে বিদ্যুৎ খরচ অনেকটাই বেড়ে যাবে। এজন্য আপনারা অল্টারনেট পদ্ধতিতে ফ্যান ব্যবহার করুন ঘর ঠান্ডা হয়ে যাবার পর।

২. ওভার চার্জ করবেন না।

অনেক সময় আমরা মোবাইল ,ল্যাপটপ ,এমার্জেন্সি লাইট সহ আরো অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ওভার চার্জ করে ফেলি।

অভ্যাসবশত আমরা কোন জিনিস চার্জে বসানোর পর, চার্জ কমপ্লিট হয়ে যাবার পরেও সুইচ অফ করি না। তার ফলে বিদ্যুৎ সংযোগ বজায় থাকে, এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে থাকে। এছাড়া বেশি চার্জিং করার কারণে ডিভাইস তাড়াতাড়ি নষ্ট হবার সম্ভাবনা বেড়ে যায়।

এজন্য কোন জিনিস চার্জে বসানোর পর সময়মতো সুইচ অফ করতে ভুলবেন না।

৩. ওয়াশিং মেশিন ব্যবহার করুন বুঝে:

গরমকালে এমনিই উষ্ণতা বেশি থাকে। কড়া গরমে ভেজা জামা কাপড় দিলে কিছুক্ষণের মধ্যেই সব শুকিয়ে যায়। এজন্য ওয়াশিং মেশিনে আলাদা করে জামা কাপড় শুকানোর কোন প্রয়োজন নেই।

জামাকাপড় শুকানোর জন্য যতটা সম্ভব রৌদ্রের আলো ব্যবহার করুন এতে করে জামা কাপড় জীবাণুমুক্ত হবে এবং তার সাথে আপনাদের বিদ্যুৎ খরচ অনেকটা কমে যাবে।

৪. ফ্রিজ ব্যবহার করুন এই নিয়মগুলি মেনে:

আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো ফ্রিজ রয়েছে। তবে ফ্রিজ ব্যবহারের ঠিকঠাক নিয়ম গুলো না জানার কারণে আমাদের বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে থাকে।

ফ্রিজ যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তত তাড়াতাড়ি ফ্রিজের ভেতরটা ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচ কম হবে। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে অনেক ময়লা এবং বরফ জমে যায়। এই সমস্ত কারণে বিদ্যুৎ খরচ বেশি হয়। তাই নিয়মিত আপনার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে হবে।

৫. ইলেকট্রিক ডিভাইস রেটিং দেখে কিনুন:

এক এক রকম ইলেকট্রিক ডিভাইস এক এক রকম বিদ্যুৎ গ্রহণ করে। সরকার থেকে হিটার এবং এমন জাতীয় জিনিসগুলি ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে গ্রাহকরা ভালো রেটিং দেখে জিনিসগুলি কেনেন।

ফ্রিজ ,এসি, ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ থেকে শুরু করে বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক জিনিস ব্যবহার করেন, সেগুলি কেনার সময় অবশ্যই রেটিং দেখে কিনবেন। রেটিং যদি ৪.৫ বা তার বেশি হয়, তাহলেই কিনবেন , নয়তো নয়। কারণ এর থেকে কম রেটিং এর জিনিস গুলি প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় করে।

৬. বিদ্যুৎ অপচয় কমান।

বিদ্যুৎ বেশি খরচ হবার অন্যতম একটি কারণ হলো আমরা বেশি বিদ্যুৎ অপচয় করি। ঘরে না থাকা সত্ত্বেও অনেকেই ফ্যান এবং লাইট জ্বালিয়ে রাখেন তাতে করে বিদ্যুৎ খরচ অনেকটাই বেড়ে যায়। এছাড়া মাইক্রোওয়েভ, টিভি, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার না করা হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখুন।

বিদ্যুৎ অপচয় যত কম করবেন, আপনারা তত বেশি সাশ্রয় করতে পারবেন।

৭. LED আলোর ব্যবহার বাড়ান:

পুরনো বাল্ব বা টিউবলাইট এর পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করুন। এগুলির দাম হয়তো আপনাদের একটু বেশি পড়তে পারে তবে দীর্ঘমেয়াদী সময়ের জন্য অনেক কম ইলেকট্রিসিটি খরচ করে এলইডি লাইট।

এগুলির আলো অন্যান্য আলো থেকে বেশি উজ্জ্বল হয়, পাশাপাশি বিদ্যুৎ খরচ অনেকটা কম হয়। বাড়িতে অন্যান্য লাইটগুলির বদলে আপনারা যদি এলইডি লাইট ব্যবহার করা শুরু করেন , তাহলে দেখতে পারবেন এক ধাক্কায় বেশ অনেকটা বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে

আশা করি এই পদ্ধতি গুলো মেনে চললে গরমকালে আপনাদের যত টাকা বিদ্যুৎ বিল আসার কথা, তার থেকে অনেক টাকাই কম বিল আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker