চাকরির-খবর

১৫৫৮ টি শূন্যপদে MTS ও Havaldar নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি Staff Selection Commission এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(MTS And Havaldar Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

SSC MTS And Havaldar Recruitment 2023 তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

Havaldar
Peon
Daftary
Jamadar
Junior Gestetner Operator
Chowkidar
Safaiwala
Mali etc.

মোট শূন্যপদ-

মোট ১৫৫৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাল্টিটাস্কিং স্টাফ: ১১৯৮টি এবং
হাবিলদারের: ৩৬০টি

মাসিক বেতন-

18,000 টাকা থেকে 22,000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন শুরু-

30/06/2023

আবেদন শেষ-

21/07/2023

বয়সসীমা-

১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

যে কোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং হাবিলদারের জন্য লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

প্রার্থীদের মোট ১০০ টাকা জমা করতে হবে আবেদন মূল্য হিসেবে। তবে মহিলা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে Stuff Selection Commission এর অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।

Important Link

Official Webste: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker