ব্যবসা-বাণিজ্য

Business Idea: কম বিনিয়োগ করে বেশি মুনাফার মুখ দেখতে চাইলে শুরু করুন এই ব্যবসা।

ব্যবসা শুরু করতে চাইলেও বিশাল আকারের বিনিয়োগের (Investment) ভয়ে অনেকেই করতে পারেন না ব্যবসা। কিন্তু আপনি কি জানেন যে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও বিশেষ কিছু ব্যবসা শুরু করতে পারেন? হ্যাঁ, একদম সত্যি বলছি। আজ এরকমই একটি ব্যবসার কথা (Business Idea) বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা। প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

স্বল্প পুঁজি হলেও তো অর্থ প্রয়োজন। কিন্তু সবার কাছে সেই সামান্য অর্থ বিনিয়োগের জন্য সামর্থ্য থাকেনা তাহলে উপায়?
সবার আগে সাহায্য চাইবেন সরকারের কাছে। সরকারি অনেক অনুদান এখন পাওয়া যায় যার দ্বারা ভালোভাবে ব্যবসা করা সম্ভব। এই সরকারি অনুদানই হয়ে উঠতে পারে আপনার ব্যবসার পুঁজি!

বেশি চিন্তা না করে তাই সরকারি অনুদানের জন্য আবেদন করুন সবার আগে। এই সরকারি অনুদান প্রকল্পের অর্থ কাজে লাগিয়ে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে যে কোনও ছোটোখাটো ব্যবসা (Small Business) শুরু করতে পারেন আপনি। তবে হ্যাঁ, কোন ব্যবসা করলে আপনি বেশি লাভবান হবেন সেটিও বুঝতে হবে আপনাকে।

আজ আমরা এই প্রতিবেদন মারফত আপনাদের জানাবো যে স্বল্পপুঁজিতে (Less Investment) ঠিক কি ধরণের ব্যবসা করলে সহজেই বেশি উপার্জনের পথ খুঁজে পেতে পারেন। তবে ব্যবসা শুরুর আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলি কী, সেই বিষয়ে জানাবো আমরা আজ।

প্রথমেই জেনে নেবো যে অল্প পুঁজিতে আপনি কি ব্যবসা শুরু করতে পারবেন। উত্তর হলো স্টেশনারি ব্যবসা (Stationary Business) অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা যা মানুষের নিত্যদিনের প্রয়োজনে লাগে।

এই স্টেশনারি ব্যবসা (Stationary Business) আসলে কী?
বাড়ির সকলের প্রতিদিনের দরকারি পণ্য নিয়ে যে দোকানগুলি দেখতে পাওয়া যায় সেটিকেই আমরা মূলত স্টেশনারি দোকান বলে থাকি। এই দোকানগুলিতে সবসময় অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সমান ভিড় চোখে পরে।

স্টেশনারি দোকানে বাচ্চার খেলার সরঞ্জাম থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের বই- খাতা – পেন – পেন্সিল – রাবার ইত্যাদি সব জিনিসই দেখা যায়। জামাকাপড় কাচার জন্য সার্ফ হোক, কিংবা হোক বিউলির ডালের বড়ি – সবকিছুই এখানে বর্তমান। অর্থাৎ সাধারণ গৃহস্থ বাড়ির দরকারের সব জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। এইসব জিনিসকে একসাথে স্টেশনারি গুডস (Stationary Goods) বলেন অনেকে।

কিভাবে শুরু করা যাবে এই ব্যবসা?
মানুষের চাহিদা অনুযায়ী নিত্যদিনের প্রয়োজনে ব্যবহৃত জিনিসগুলি সাজিয়েই শুরু করতে পারেন এই ব্যবসা। সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে জরুরি পন্য গুলির পসার সাজিয়ে ছোটখাটো দোকান খুলে অনায়াসেই শুরু করতে পারেন এই ব্যবসা।

তবে মনে রাখবেন যে কম দামে জিনিস কিনতে গিয়ে কেনো গুণগত মানের দিক থেকে খারাপ পণ্য না হয়। এক্ষেত্রে তাই বিভিন্ন ভালো ব্র্যান্ডের জিনিস (Branded Product) কেনাই ভালো। তাতে ক্রেতা সংখ্যাও বাড়তে পারে আপনার।

স্টেশনারি ব্যবসা শুরু করতে গেলে কতটা পরিমাণে পুঁজি অর্থাৎ মুলধনের দরকার?
যেকোনো ব্যবসাই ছোট থেকে বড় করা ভালো। তাতে ক্ষতি হবার ঝুঁকি অনেক কম হয় আর অর্থও ধীরে ধীরে বৃদ্ধি করা যায় বিনিয়োগের ক্ষেত্রে। তবে শুরুর দিকে মাত্র ৫০ হাজার টাকা থাকলেই যথেষ্ট এই ব্যবসা শুরুর জন্য। এই ব্যবসা যে কেউ করতে পারেন।

ব্যবসার জায়গা:
এই ব্যবসা যেমন লাভজনক তেমনি আপনার লাভ কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনার ব্যবসার জায়গার ওপর। অর্থাৎ ব্যবসা সবসময় জনবহুল এলাকায় শুরু করবেন যাতে বেশি বেশি পরিচিতি পেতে পারে আপনার দোকান।

ব্যবসার জন্য একদম নিখুঁত জায়গা হলো বাজারের মধ্যে স্থান অথবা স্কুল কলেজের সামনের জায়গা যেখানে সবসময় লোকের আনাগোনা দেখা যায়। এরকম জায়গাতে ব্যবসা দারুণ চলবে।

স্টেশনারি ব্যবসায় লাভের পরিমাণ কেমন?
স্বল্প পুঁজিতে খুব লাভজনক এই ব্যবসা। তবে হ্যাঁ, সময়সাপেক্ষ ব্যাপার। ব্যবসা মানেই তাই। সেই কারণে প্রথমেই হাল ছেড়ে না দিয়ে লেগে থাকুন আর ধীরে ধীরে পসার জমিয়ে ব্যাপক পরিমাণে লাভবান হোন।

আর দেরি নয়, এখুনি শুরু করুন আবেদনের ব্যবস্থা নেওয়া আর তারপরেই শুরু করুন ব্যবসা। যাঁরা স্বল্প পুঁজিতে বেশি লাভ পেতে চান ব্যবসায় তাঁরা অবশ্যই এই ব্যবসাটি শুরু করুন আর মাসের শেষে কামান প্রচুর মুনাফা।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker