ব্যবসা-বাণিজ্য

Business Ideas: গরমকালে করার জন্য সবথেকে ভালো ব্যবসার আইডিয়া রইলো আপনার জন্য।

আমাদের এই গ্রীষ্মকালীন দেশে গরমের দিনের সংখ্যাই বেশি। তাই গরমকালে করার জন্য ঠিকঠাক ব্যবসার খোঁজ সকলে চায় যাতে বেশি পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব হয়। তাই আজ নিয়ে এলাম কয়েকটি শ্রেষ্ঠ গ্রীষ্মকালীন ব্যবসার আইডিয়া(Business Ideas in Summer)। ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

ব্যবসা শুরু করতে গেলেই ভাবছেন প্রচুর অর্থ বিনিয়োগ (Money Investment) করতে হয় তবেই উন্নতি আসে? তাহলে বলবো আপনার এই ধারণাটি ভূল। কেননা আজ আমরা এমন কিছু ব্যবসার কথা বলতে এসেছি যাতে অর্থ বিনিয়োগের প্রয়োজন তো নেইই বরং অভিজ্ঞতাও অর্জন করার প্রয়োজন নেই।

এই গরমের সময়টাতে এই লাভদায়ক ব্যবসাগুলি করে একটু বেশি পরিমাণে অর্থ রোজগার করতে চান? তাহলে আর দেরি না করে এই গরমের সময়ের জন্য উপযুক্ত এই ব্যবসাগুলি করে ফেলুন। এই ব্যবসাগুলি শুরু করে না আপনার প্রচুর অর্থ প্রয়োজন পরবে আর না প্রয়োজন পরবে অভিজ্ঞতার। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ব্যবসার আইডিয়াগুলি।

১) সামার ক্যাম্প(Summer Camp):
বর্তমানে চলছে বাচ্চাদের স্কুলের গরমের ছুটি আর গরমের ছুটিতে প্রচুর স্কুল থেকে বাচ্চাদের নিয়ে কাজ সামার ক্যাম্পে। তার আগে এই সামার ক্যাম্প (Summer Camp) কী তা জেনে নেওয়া যাক।

সামার ক্যাম্পে মূলত বাচ্চারা তাদের বন্ধুদের সঙ্গে নানা মজাদার খেলায় মেতে ওঠে। সেই আনন্দের কোনো তুলনাই হয় না! বাচ্চাদের স্কুলের ছুটি থাকলেও এই সামার ক্যাম্পে এসে তারা ভীষণ মজা পায়। এই জন্য গ্রীষ্মের মরসুমে সামার ক্যাম্পের চাহিদা থাকে তুঙ্গে।

আবার বাচ্চাদের ছুটি থাকলেও মা-বাবার তো কর্মক্ষেত্রে ছুটি থাকেনা তাই তাঁরা নিজেদের বাচ্চাদের এই সামার ক্যাম্পে নিরাপদে রেখে এসে চিন্তামুক্ত হয়ে নিজেদের কাজ সারতে পারেন।

সামার ক্যাম্পের ব্যবসা শুরুর জন্য কী কী প্রয়োজন?

i) ব্যবসার সঠিক জায়গা:
এই সামার ক্যাম্প বা সামার ক্যাম্পের ব্যবসা শুরু করার জন্য সবার আগে আপনার প্রয়োজন মূলত ব্যবসা করার জন্য একটি বড়সড় জায়গার। যেখানে বেশি সংখ্যক শিশু নানা রকম খেলাধুলো করতে পারবে।

ii) লাইসেন্স:
যেকোনো ব্যবসাতেই লাইসেন্সের প্রয়োজন পড়ে অর্থাৎ এই ব্যবসার দ্বিতীয় প্রয়োজন লাইসেন্স।

iii) বীমা ও সাপোর্ট টিম:
যদি কোনোভাবে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় তার জন্য আগেই বীমা এবং আপনার নিজস্ব সাপোর্ট টিমের ব্যবস্থা রাখুন যাতে ভবিষ্যতে সমস্যায় পড়তে না হয়।

২) গোলা বরফের ব্যবসা:
গোলা বরফ খেতে কে না ভালোবাসে? এটি একটি অন্যতম ব্যবসার উপায়। গরমে সেরা উপায়গুলির মধ্যে একটি হলো এই গোলা বরফের ব্যবসা। খরচ খুব বেশি হয়না এই ব্যবসাতে তবে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলি হলো:

i) গোলা বানানোর সরঞ্জাম:
বরফের গোলা বানানোর জন্য প্রথমেই আপনার লাগবে একটি আইস শেভিং মেশিন (Ice Shaving Machine) যার সাহায্যে গোলা বানানো যাবে। এছাড়া লাগবে আইস কাপ, গোলা রাখার জন্য এবং গোলার স্বাদের জন্য বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম সিরাপ।

ii) ব্যবসার জায়গা:
আপনার স্টল বা দোকান রাখার জন্য প্রয়োজন সঠিক জায়গার। জনবহুল এলাকা বাছুন যাতে বেশি পরিমাণে গ্রাহক পান।

iii) লাইসেন্স:
যেকোনো ব্যবসাতে জরুরি হলো লাইসেন্স। সুতরাং ব্যবসা শুরুর আগে লাইসেন্স জোগাড় করতেই হবে আপনাকে নইলে পরে সমস্যা হতে পারে।

৩) বোট ট্যুর(Boat Tour):
এই গরমের সময়ে মানুষের ভীষণ পছন্দের একটি বস্তু হলো জল আর তাই জলপথে যাত্রাও বিশেষ পছন্দের হয় অনেকের। এই ভাবনাটি কাজে লাগিয়ে করতে পারেন বোট ট‍্যুরের ব্যবসা।

তবে ব্যবসাটি শুরুর আগে কিছু জিনিস মাথায় রাখুন। সেগুলি হলো:

i) সঠিক জায়গা:
এই ব্যবসার ক্ষেত্রে সঠিক জায়গা বলতে বোঝায় নদী বা সাগর বা কোনো জলাশয়কে। জলপথে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর সময় শুধু মানুষ নয়, আপনি নিজেও উপভোগ করবেন। সাগর সংলগ্ন এলাকায় রমরমিয়ে চলবে এই ব্যবসা।

ii) প্রাকৃতিক সৌন্দর্য:
শুধু সাগরের কাছাকাছি এই ব্যবসা শুরু করলেই শুধু হবেনা বরং সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো কিনা এসবও দেখতে হবে। তবেই তো ব্যবসা উন্নতি লাভ করবে। গ্রাহক সংখ্যা ও ব্যবসার উপার্জিত অর্থ, দুইই বৃদ্ধি পাবে।

iii) লাইসেন্স:
ব্যবসা মানে লাইসেন্স লাগবেই তা তো আগেই বললাম। তবে আপনি এই ব্যবসাতে একটু অন্যরকম উপায় বের করতে পারেন। লাইসেন্স বের করার ঝক্কি পোহাতে না চাইলে যেকোনো অ্যামিউজমেন্ট পার্কের সঙ্গেও চুক্তি করে করতে পারেন এই ব্যবসা।

৪) বিচ এক্সকারশন ট্যুর(Beach Excursion Tour):
আগেই বললাম যে গরমের দিনে মানুষের পছন্দের জিনিস হলো জল আর জলের বড়ো উৎস হলো সমুদ্র। গরমের সময় সমুদ্র-সৈকতে গিয়ে আনন্দদায়ক বিভিন্ন কাজকর্ম বা জলকেলি করতে মানুষ ভালোবাসে। এই চিন্তা কাজে লাগিয়ে করতে পারেন বিচ এক্সকারসন ট‍্যুরের (Beach Excursion Tour) ব্যবসা। কী কী করতে হবে এই ব্যবসাতে?

এই বিচ এক্সকারশন ট্যুরের ব্যবসা করতে চাইলে গ্রাহকদেরকে এক্সকারশন প্যাকেজ (Excursion Package) প্রদান করা যেতে পারে। বিভিন্ন মূল্যের মধ্যে থাকবে বিভিন্ন প্যাকেজ। যার মধ্যে থাকবে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি(Water Activity)। এর জন্য শুধুমাত্র সঠিক সরঞ্জাম এবং নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে।

৫) সাঁতার প্রশিক্ষণ(Swimming Training):
সাঁতার যে ভীষণ ভালো একটি ব্যায়াম এবং সাঁতার শেখা যে খুব প্রয়োজনীয় একটি বিষয় তা কমবেশি সকলেই জানেন। কিন্তু তবুও বর্তমান সময়ে সাঁতার খুব কম জনই জানেন।

আপনি যদি সাঁতার জেনে থাকেন তাহলে শুরু করতে পারেন সাঁতারের প্রশিক্ষণ দেওয়া। গরমের দিনে সাঁতার প্রশিক্ষণের চাহিদা থাকে বেশি কারণ জলে বেশি সময় থাকা যায়। আপনার বাড়ির কাছাকাছি কোনো স্থানীয় স্যুইমিং পুলে সাঁতার শেখাতে পারেন এবং দেখবেন ধীরে ধীরে আপনার স্টুডেন্ট সংখ্যা কেমন বৃদ্ধি পায়। শুধু শিশুরাই নয় বরং বড়রাও অনেকেই সাঁতার শিখতে চাইবেন আপনার কাছে তখন আর যত বেশি ছাত্রসংখ্যা হবে তত আপনার লাভ।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker