ব্যবসা-বাণিজ্য

Business Ideas for Parents: আপনার বাবা মায়ের জন্য দুটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া, কম পরিশ্রমে প্রচুর মুনাফা অর্জন করার সুযোগ।

আমাদের অনেক বাড়িতে মা বাবা দুজনেই চাকুরীরত বা হয়তো ব্যবসায়ী। চাকরির ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সকলেরই অবসরের সময় আসে। কিন্তু যাঁরা এতদিন কাজ করে এলেন তাঁরা বাড়িতে বসে থাকতে না চেয়ে কোনো উপায়ে ছোটখাটো ব্যবসা শুরু করে মুনাফা অর্জন করতে চান।

আজ সেই সকল মা বাবার জন্যই নিয়ে এসেছি দুটি সামান্য মূলধনের ব্যবসার উপায় (Business Ideas for Parents) যার মাধ্যমে কম পরিশ্রমেও প্রচুর মুনাফা অর্জন করা যায়। কম পরিশ্রমের এই ব্যবসায় আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাঁদের দিকে আপনার সময়মতো। তাহলে আসুন বিশদে জানা যাক।

ব্যবসার আইডিয়া দুটি হলো:
১. মুদিখানার ব্যবসা(Business of Grocery Store)
২. ধুপকাঠির ব্যবসা(Business of Agarbatti)
নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

১. মুদিখানার ব্যবসা:(Business of Grocery Store)

এই ব্যবসার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রেখে এগোতে হবে। সেগুলি হলো:
i) মুদি দোকানের জন্য একটি ভালো অবস্থান(Appropriate Spot)
ii) মুদি দোকান খোলার জন্য লাইসেন্স(License)
iii) প্রয়োজনীয় লোকবল
iv) দোকানের অভ্যন্তরীণ সাজসজ্জা(Interior Design)
v) ব্যবসার পরিকল্পনা
vi) মূলধন

এবার একে একে সব পয়েন্টগুলি নিয়ে আলোচনা করা যাক।
i) মুদি দোকানের জন্য একটি ভালো অবস্থান:
এই ব্যবসার জন্য নির্দিষ্ট একটি স্থান যেটি বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করতে পারে এবং বেশি সংখ্যক লোক আসতে পারে। এজন্য হাউজিং সোসাইটির (Housing Society) আশেপাশের জায়গা, জনাকীর্ণ রাস্তা, হাসপাতাল, বড় মসজিদ বা মন্দির, বাজারের আশেপাশের জায়গা বেছে নিতে পারেন আপনার দোকানের জন্য। আপনি যে দোকানটি খুলছেন তার আশেপাশে যদি অন্য কোন মুদির দোকান না থাকে এটা খেয়াল রাখবেন। নয়তো উভয়ের ব্যবসাতেই ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

ii) লাইসেন্স:(License)
দোকান খোলার আগে অবশ্যই দোকানের জন্য লাইসেন্স থাকা জরুরি। ছোটো দোকান হলে লাইসেন্সের তেমন প্রয়োজন পড়েনা ঠিকই তবু করিয়ে রাখা ভালো। ছোট মুদি দোকানের জন্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের (City Corporation) থেকে Trade License এবং অনলাইন থেকে আপনার দোকানের জন্য Certificate নিলেই যথেষ্ট।

iii) প্রয়োজনীয় লোকবল:
আপনি যতই ‘একাই একশো’ হোন না কেন, আপনি একা কখনোই একটি মুদি স্টোর ভালভাবে চালাতে পারবেন না, কারণ এতে অনেকগুলি বিভাগ এবং ব্যাপার থাকে। তবে যাকে তাকে দোকানে রাখবেন না। একজন বিশ্বস্ত (Trustworthy) মানুষকে রাখুন আপনার সাথে। দোকানের অনেক দায়িত্ব থাকে সেই কারণে আপনার এমন একজন ভালো মানুষ দরকার যে আপনার অনুপস্থিতিতেও বিশ্বস্ততার সাথে আপনার দোকান চালাতে পারবে। আবার দেখতে হবে যে যেন সেই মানুষটি মিশুকে হন কারণ একজন মিশুকে ব্যক্তিই পারেন গ্রাহকদের প্রতি বিনয়ী এবং নিখুঁততার সাথে সমস্ত কাজ সম্পাদনা করবেন যাতে গ্রাহকেরা সবসময় আপনার দোকানেই আসতে চাইবে।

iv) দোকানের অভ্যন্তরীণ সাজসজ্জা:(Interior Design)
এই ব্যাপারটি ভালো করে মাথায় রাখতে হবে যে দোকানের ভেতরের সাজসজ্জা যেন আকর্ষণীয় (Attractive) হয়। এমনভাবে দোকানের সব জিনিস সাজাতে হবে যাতে গ্রাহকদের চোখের সামনেই সব নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা যায় যাতে গ্রাহকেরা বুঝতে পারেন যে আপনার দরকারি জিনিস আপনার কাছে তিনি তাঁর প্রয়োজনীয় জিনিস পাবেন। আপনাকেও বেশি ঘুরে ঘুরে জিনিস তাঁদের সামনে আনতে হবেনা। আপনারাই সুবিধা।

v) ব্যবসার পরিকল্পনা:
মুদি ব্যবসা শুরু করার জন্য আপনাকে বিভিন্ন পণ্যের সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতার সাথে কথা বলতে হবে। এই কাজের জন্য আপনাকে সেইসব পাইকারদের সাথে কথা বলতে হবে যারা আপনার দোকানের কাছে অবস্থিত। এতে পরিবহনের ও যাতায়াতের খরচও কমে যায় এবং অনেক সময় বাঁচে। আপনি এমন ব্যবসায়ী বা সরবরাহকারিও খুঁজে নিতে পারেন যারা আপনাকে আপনার দোকানের জন্য প্রায় সবকিছু সরবরাহ করবে।

vi) মূলধন:
মূলধন খুব একটা বেশি পরিমাণে দরকার হয়না। এই ব্যাপারে একটি কথা আপনাকে চুপিচুপি বলি যে আপনি যদি কম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেন, তাহলে আপনার বিক্রি করা জিনিসের দাম বাকি দোকানের তুলনায় কম হওয়া উচিত যাতে আরও বেশি গ্রাহক আপনার কাছে আসতে পারে। অন্যদিকে যদি আপনার মূলধন বেশি হয়ে থাকে তাহলে আপনার বিক্রি করা জিনিসের দাম মার্জিত হওয়া প্রয়োজন। কখনোই লোভের বশবর্তী হয়ে দাম বেশি নেবেন না। এতে আপনারই ক্ষতি হবে।

এছাড়াও আরো কিছু ব্যাপার মাথায় রাখুন যেমন আপনার ব্যবহার, মার্কেটিং ব্যবস্থা অর্থাৎ মাঝে মাঝেই আপনার দোকানে নির্দিষ্ট কিছু জিনিসের ওপরে ছাড় দিতে পারেন বা কুপনের ব্যবস্থা রাখতে পারেন। এতে আপনারই লাভ বৃদ্ধি পাবে।

এতো গেলো মুদিখানার ব্যবসার কথা, এবার ধুপকাঠির ব্যবসার ব্যাপারে জানা যাক-

২. ধুপকাঠির ব্যবসা:
ধুপকাঠি বা আগরবাতি সকল মানুষের বাড়িতেই জ্বালানো হয়। কমবেশি সকল শ্রেণীর মানুষের বাড়িতেই ধুপকাঠি জ্বালানো হয়। পুজোর ঘর থেকে শুরু করে মানুষের মৃত্যুশয্যাতেও ধুপকাঠি ব্যবহার করার চল রয়েছে। ধুপকাঠি একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস। সহজেই এই ব্যবসা করে আপনি ব্যাপক লাভবান হতে পারেন। কিভাবে শুরু করবেন এই ব্যবসা জেনে নিন:

ধুপকাঠি তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে?

  • i) মনে রাখবেন যে এই ব্যবসা সম্পূর্ণ ঝুঁকিবিহীন তবু একটা প্ল্যান থাকা জরুরি। সবার আগে কত টাকা বিনিয়োগ করে এই ব্যবসা আপনি শুরু করতে চান তা ঠিক করুন। তারপর সেই প্ল্যান অনুযায়ী একটি বাজেট তৈরি করুন।
  • ii) ধুপকাঠি ব্যবসাতে ঝুঁকি না থাকলেও যদি কখনো কোনো সমস্যা এসে পরে তবে সেইক্ষেত্রে সামলে নিতে জানতে হবে শক্তহাতে।
  • iii) ব্যবসা শুরু করবেন উপযুক্ত জায়গাতে আর আশেপাশে আপনার কোনো প্রতিযোগিতা (Competition) যেন না থাকে অর্থাৎ যেন আশেপাশে ধুপকাঠি বিক্রেতা না থাকে সেই দিকে খেয়াল রেখে দোকান খুলুন।
  • iv) ব্যবসার কাঁচামাল, পাইকারি বিক্রয় ইত্যাদি বিষয়ে জ্ঞান রাখুন।
  • v) ব্যবসার লাইসেন্স (License) অবশ্যই তৈরি রাখুন ব্যবসা শুরুর আগেই।

ধুপকাঠি ব্যবসার কাঁচামাল কোথায় নেবেন?

  • i) সবার আগেই বলি আমাদের রাজধানী কলকাতার কথা। হ্যাঁ, কলকাতাতে অনেক বড় বড় কারখানাতে আপনি ধুপকাঠি তৈরির কাঁচামাল পেয়ে যাবেন।
  • ii) আহমেদাবাদে আগরবাতি তৈরির বড় কারখানা বর্তমান। সেখানে প্রয়োজনমতো কাঁচামাল পেয়ে যাবেন।
  • iii) এখন তো প্রায় সবকিছুই অনলাইনে পাওয়া যায় তাই খোঁজ নিলেই পেয়ে যেতে পারেন আপনার ব্যবসার জন্য কাঁচামাল।

ধুপকাঠি তৈরির জন্য কেমন মেশিন ব্যবহার করবেন?
ধুপকাঠি তৈরিতে প্রধানত তিন ধরনের মেশিন ব্যবহার হয়। সেগুলি হলো:

i) ম্যানুয়াল মেশিন:(Manual Machine)
ছোটো আকারের ব্যবসা করতে গেলে এই মেশিন উপযুক্ত। স্বয়ংক্রিয়ভাবে চলে এই মেশিন আর অনেক ধুপকাঠি তৈরি করতে পারে।

ii) অটোমেটিক মেশিন:(Automatic Machine)
এই মেশিন মাত্র এক মিনিটের মধ্যে ১৫০ থেকে ১৮০ টি ধুপকাঠি বানাতে পারে।

iii) হাইস্পিড অটোমেটিক মেশিন:(High-speed Automatic Machine)
এই মেশিনে মাত্র একমিনিটের মধ্যে ৩০০ থেকে ৫০০ টি ধুপকাঠি তৈরি করতে পারে। তীব্র গতিতে চলা এই মেশিন বড় ব্যবসার ক্ষেত্রে ভীষণ উপযোগী।

ধুপকাঠি তৈরি হয় কিভাবে?
সুগন্ধি তেল, কাঠের গুঁড়ো, চন্দন ইত্যাদি মিশিয়ে অর্থাৎ DRP চার লিটার এবং পারফিউম এক লিটার মেশাতে হয়।

এছাড়া সব শেষে, ধুপকাঠির প্যাকেজিং-এর ওপরে বিশেষ খেয়াল নিতে হবে। সুন্দর কাগজের বক্সের মধ্যে প্লাস্টিকের প্যাকেটে পরিমাণমতো ধুপকাঠি ভরে নিয়ে মুখবন্ধ করুন। বক্সের গায়ে কোম্পানির লোগো ও নাম থাকবে।

এর সাথে আরো কিছু জিনিস মাথায় রাখুন যেমন কতটা পরিমাণে সময় দিতে পারছেন ইত্যাদি।
কম শ্রমের এই ব্যবসা করে তাক লাগিয়ে দিন ও ভালো মতো উপার্জন করুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker