CNCI Vacancy: কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি।
কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute) অর্থাৎ CNCI তে বিভিন্ন পদে নিয়োগের কথা জানিয়ে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং শূন্যপদ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (CNCI Kolkata Recruitment)
১) পদের নাম:
Medical Social Worker
শূন্যপদের সংখ্যা:
২টি।
যোগ্যতা:
i) প্রার্থীদের MSW বিষয়ে Post Graduate হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
মাসিক বেতন ৩২,০০০/- টাকা।
২) পদের নাম:
Regional Coordinator
শূন্যপদের সংখ্যা:
১টি।
যোগ্যতা:
যেকোনো বিষয়ে Post Graduate hote হবে প্রার্থীকে।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
মাসিক বেতন ৩৫,০০০/- টাকা।
৩) পদের নাম:
Health Assistant
শূন্যপদের সংখ্যা:
৩টি।
যোগ্যতা:
i) প্রার্থীর ANM ডিগ্রি থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
মাসিক বেতন ১৭,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Walk in Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
i)এই পদগুলোর জন্য আলাদা করে কোন আবেদন করতে হবে না।
ii) ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হবেন।
iii) ইন্টারভিউয়ের স্থানে প্রার্থীরা নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথির Original এবং Xerox Copy সঙ্গে করে নিয়ে যাবেন।
ইন্টারভিউয়ের স্থান:
CNCI (Hazra Campus)
5th Floor, Seminar Room
ইন্টারভিউয়ের সময়:
i) Medical Social Worker এবং Regional Coordinator পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ হলো ২৪শে মে, ২০২৩ সাল, ঠিক সকাল ১১টা।
ii) Health Assistant পদের জন্য ইন্টারভিউয়ের তারিখ হলো ২৫শে মে, ২০২৩ সাল, ঠিক সকাল ১১টা।
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here
-Written by Riya Ghosh