শিক্ষার খবর

Certificate Course in CU: চাকরি না করে বিশেষ কিছু করতে চান আপনি? হদিস দিতে কোর্স শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

বর্তমান যুগে যখন চাকরির বাজার সঙ্গীন অবস্থার মুখোমুখি তখন অনেকেই নিজেদের চেষ্টায় কিছু করতে চান। আজকের প্রজন্ম অর্থ উপার্জন করার জন্য সর্বদা তৎপর। সেই উদ্দেশ্যে আজকাল বেশিরভাগ উপার্জনের পথ খোঁজেন ব্যবসার মধ্যে। এবার এইসব পরিশ্রমী মানুষের জন্য বিশাল সুযোগ আনতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে।(Certificate Course in CU) কি সেই সুযোগ? আসুন জানা যাক।

এবার কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে বিশেষ সার্টিফিকেট কোর্স (Special Certificate Course) করার সুযোগ। যার নাম ‘Entrepreneur Skill Development’! এই বিষয়ে সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই ‘এনট্রাপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট’- নামের এই কোর্সের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। (Certificate Course in Calcutta University)

কোন বিভাগের তরফে নেওয়া হয়েছে এই কোর্সের উদ্যোগ?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের অর্থাৎ Psychology Department এর তরফে নেওয়া হয়েছে এই কোর্সের উদ্যোগ।

মোট আসনসংখ্যা কত?
এই কোর্সের জন্য মোট আসন সংখ্যা রয়েছে ১০টি।

আবশ্যিক যোগ্যতা:
i) যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনও বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকা শিক্ষার্থী এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

কোর্সটির মেয়াদ কতদিনের?
এই বিশেষ কোর্সটির মেয়াদ মোট ৬ মাস।

ক্লাসের সময় কতক্ষণ?
i) এই কোর্সটির জন্য সপ্তাহে ৩ দিন ক্লাস হবে বেলা ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ii) ক্লাসগুলো হবে অফলাইনে এবং প্রতিষ্ঠানটির Psychological Department এই নেওয়া হবে ক্লাস।

কোর্সটির উদ্দেশ্য কী?
সমস্ত কর্মেরই যেমন উদ্দেশ্য থাকে তেমনি এই কোর্সটিরও কিছু উদ্দেশ্য আছে। যার মধ্যে প্রধান উদ্দেশ্য হলো:
i) নিজেদের চেষ্টায় উপার্জনের রাস্তা যাঁরা খুঁজতে চান, তাঁদের সাহায্য করা।
ii) কী ভাবে নিজেদের কর্মক্ষমতা বিশেষে দল গঠন করা যায় তার হদিস দেওয়া।
iii) কিভাবে এগোলে একজন উদ্যমী মানুষ নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন তার স্পষ্ট ধারণা দান করা।
এগুলি ছাড়াও আরো অনেক বিষয়ে শেখানো ও জানানো হবে এই বিশেষ কোর্সের দ্বারা। পড়াশোনার শেষে নিজেদের পরিচিতি লাভে যাতে সকলে সফল হতে পারে তাই হবে এই কোর্সের মূল লক্ষ্য!

আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া:
যাঁরা যাঁরা এই কোর্সে ভর্তি হতে চান তাঁদের বিশ্ববিদ্যালয়ের Psychological Department এ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময়:
আবেদনপত্র জমা দেওয়া যাবে সোম থেকে শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হলো ২২ শে জুন, ২০২৩ সাল।

Important Links
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker