CU Admission: আনছে কলেজে ভর্তির নিয়মে বদল আনছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই হবে ভর্তি, জানুন বিস্তারিত।
সবে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল(Result of Higher Secondary Examination)। এখন তাই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের একটাই চিন্তা যে ভবিষ্যতে তারা উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হবে নাকি অন্য কোনো কোর্সে ভর্তি হবে! উচ্চশিক্ষা করার উদ্দেশ্যে কলেজে ভর্তি হলেও কোন বিষয়ে স্নাতক স্তরে (Graduation) পড়াশোনা করলে বেশি লাভ এবং মনটাও উৎসাহী হবে সেই নিয়েও চিন্তার শেষ নেই।
আরো একটি সমস্যা দেখা দেয় যেটি হলো নম্বরের ভিড়ে পছন্দের বিষয় পাওয়া হাতছাড়া হয়ে যায়। এখন তাই এসব নিয়ে ভীষণ চিন্তা! আবার এতগুলো কলেজের ভর্তির আলাদা আলাদা নিয়ম, নুন্যতম নম্বরের (Cut Off Marks) চাহিদা আলাদা। এতো সমস্যার ভিড়ে নতুন সিদ্ধান্ত নিয়ে সমাধানের পথে রাজ্য সরকার।
কলেজে ভর্তির প্রক্রিয়া বদলে যাচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্তে। কিরকম? আসুন জানি।
কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অসচ্ছতা দেখা যায়। কলেজে ভর্তির সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চাপও দেখা যায়। তাই এবার, এই ভর্তির প্রক্রিয়াতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার চালু হতে চলেছে কেন্দ্রীয় স্তরের অনলাইন পোর্টাল(Online Portal)।
ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের কোন কলেজে ক’টি আসন রয়েছে তা এবার দেখা যাবে খুব সহজেই এই অনলাইনের একটি প্ল্যাটফর্মেই। প্রতিটি কলেজের ওয়েবসাইটে (Website) যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটি অনলাইনের মাধ্যমেই সব তথ্য পেয়ে যাবেন আপনি। রাজ্যের যেকোনো প্রান্তে বসেই মানুষ এবার ঘরে বসেই একটি প্ল্যাটফর্মেই একসঙ্গে সমস্ত কলেজের যাবতীয় সমস্ত তথ্য জানতে পারবেন।
কিভাবে অ্যাডমিশন হবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে?
স্নাতক স্তরে ভর্তি হবার জন্য আর আলাদা আলাদা করে প্রতিটি কলেজে আবেদনপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র একটি আবেদন করলেই হবে। সেখান থেকেই কলেজ অনুযায়ী নুন্যতম নির্ণায়ক নম্বর (Cut Off Marks) দেখে আবেদন করা যাবে। এমনকি এই পোর্টাল মাধ্যমে পড়ুয়ারা টাকাও জমা দিতে পারবেন।
উচ্চশিক্ষায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ ইউনিয়নের দাদারা জোর জুলুম চালায় ভর্তির নামে। এমনকি হয় টাকার বিনিময়ে ভর্তির প্রতিশ্রুতিও! এই সমস্যায় বদল আনতেই এই ব্যবস্থা শুরু হতে চলেছে উচ্চশিক্ষা দফতরের তরফে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজে ভর্তি হতে চান? আলাদা আলাদা ওয়েবসাইট হাঁতড়ানোর ঝক্কি শেষ। এবার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই চলবে অ্যাডমিশন। (Calcutta University Admission update)
এই প্রসঙ্গে শ্রী শিক্ষায়াতন কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ময়ূখ লাহিড়ি বলেন, “দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা ছিলই। অ্যাডমিশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই একটি কমন পোর্টালের সাহায্যে এবার ভর্তি চলবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজগুলিতে। যদিও কিছু ব্যতিক্রমী কলেজ রয়েছে, যাদের আগের পদ্ধতিতেই নিজস্ব ওয়েবসাইটে ভর্তির যাবতীয় প্রক্রিয়া চলবে।”
তিনি আরো বলেন যে, “বাকি বেশিরভাগ কলেজগুলির ক্ষেত্রে সরাসরি সরকারি পোর্টালের মাধ্যমে পছন্দের বিষয় বেছে নিয়ে নম্বরের ভিত্তিতে আবেদন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। এ ক্ষেত্রে তাঁরা একই পোর্টালের মধ্যে সমস্ত কলেজগুলির বিষয়ভিত্তিক ন্যূনতম নির্ণায়ক নম্বর তুল্যমূল্য বিচার করার সুবিধা পাবেন। যা ভর্তি প্রক্রিয়া অনেকটাই সরলীকরণ করবে। এই বছর থেকেই এই পদ্ধতি শুরু হচ্ছে।”
কী সুবিধা পাবেন সদ্য উত্তীর্ণ উচ্চমাধ্যমিক পড়ুয়ারা?
এই বিষয়ে জানা যাচ্ছে যে, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় এই পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে। ভর্তির সময় একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে পড়ুয়াদের। সমস্ত তথ্য জানানো হবে ওই পোর্টালেই। ভর্তি প্রক্রিয়ার এক মাসের মধ্যে আপনি যে কলেজে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট কলেজে ভর্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে। একটি ওয়েবসাইটেই কাজ হবে তাও আবার বাড়িতে বসেই।
২০২২ সালেই কেন্দ্রের তরফে রাজ্যের কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির এই পরিকল্পনাটি নেওয়া হয়েছিল তবে তার বাস্তবায়ন হতে চলেছে এতদিনে। এই ভর্তির প্রক্রিয়া শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয় বরং প্রক্রিয়া চলবে উত্তরবঙ্গ, বিদ্যাসাগর, বর্ধমান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজগুলিতেও।
তবে এখানেও ব্যতিক্রম আছে আর সেটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই চলবে অ্যাডমিশন। শুধু যাদবপুর নয় বরং এর পাশাপাশি স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং কলেজ, আইন কলেজ, ভোকেশনাল কোর্সের কলেজ বা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিক্যাল কোর্সের কলেজ এবং সেলফ ফিনান্সিং বা বেসরকারি কলেজে এই নতুন নিয়মে অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি চলবে না।
-Written by Riya Ghosh