চাকরির-খবর

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, জানুন বিস্তারিত।

আপনি যদি Plant Pathology নিয়ে পড়াশোনা করে থাকেন তবে আপনার জন্য রয়েছে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (Uttar Banga Krishi University) তরফে দারুণ সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত হবার জন্য একটি সুযোগের কথা জানিয়ে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জেনে নিন। (UBKV Recruitment)

প্রকল্পের নাম:

Bio Efficacy, Phytotoxicity and Residue Studies of Some Fungicidal Products on Rice, Tomato, Potato and Chili Against Some Important Diseases.

পদের নাম:

Project Fellow

শূন্যপদের সংখ্যা:

১টি।

বয়সসীমা:

i) আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের কম হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা এবং গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞ প্রার্থীরা (Past Experienced) বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

বেতনক্রম:

১২,০০০/- টাকা Fellowship বাবদ দেওয়া হবে।

প্রকল্পটি কোন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তাতে তৈরি হবে?

Coromandal International Limited এর আর্থিক সহায়তায় পরিচালিত হবে এই প্রকল্প।

প্রকল্পটির তত্ত্বাবধানে কে থাকবেন?

অধ্যাপক শেখর বন্দোপাধ্যায় (Sekhar Bandopadhyay) গবেষণার তত্ত্বাবধান করবেন।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কৃষিবিজ্ঞানের Plant Pathology তে Msc থাকতে হবে।
ii) প্রার্থীর অতি অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান (Knowledge about Computer) থাকতে হবে।
iii) যেসব প্রার্থীর Plant Disease এবং Plant Pathology সম্পর্কে গবেষণার পূর্ব অভিজ্ঞতা (Past Experience) আছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড (Download) করতে হবে আবেদনপত্র।
ii) এরপর নিজের সমস্ত দরকারি তথ্য (Every Important Documents) সমেত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ নেওয়ার সময় ও তারিখ:

আগামী ১১ অগস্ট দুপুর ১২টায় হবে সরাসরি ইন্টারভিউ(Direct Interview)।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত নথি-সহ প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker