শিক্ষার খবর

রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম খরচে AI নিয়ে পড়ার সুযোগ। বিশদে জানুন।

দীর্ঘ সাত বছর ফের চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ(Government Engineering College)। এই শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২০২৪ থেকেই শুরু হতে চলেছে আলিপুরদুয়ারের (Aalipurduar) এই কলেজে ভর্তির প্রক্রিয়া। ইতিমধ্যেই All India Counsil for Technical Education থেকে অনুমোদন প্রাপ্ত হয়েছে কলেজটির। আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে।

রাজ্যে এই প্রথম কোনও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে (Government Engineering College) AI অর্থাৎ Artificial Intelligence বিষয়টি নিয়ে পড়ানো হবে। Artificial Intelligence এবং Data Science, এই দুটি বিষয় এই বছরে উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে সংযোজন করেছে। নতুন এই ইঞ্জিনিয়ারিং কলেজেও তাই এবার AI পড়ানোর তৎপরতা দেখা গেলো। (An opportunity to learn AI at low cost)

কলেজের মোট আসন সংখ্যা:

১৮০টি।

Artificial Intelligence বিষয়টির জন্য আসন সংখ্যা:

৩০টি।

এই বিষয়টি ছাড়াও আর কী কী বিষয় পড়ানো হবে এই কলেজে?

Artificial Intelligence বিষয়টি ছাড়াও এই নতুন সরকারি Engineering College এ Computer Science, Electrical Engineering এবং Electronics Engineering পড়ানো হবে।

ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যে নতুন বিষয় অর্থাৎ AI কে নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। বিশেষ তত্ত্বাবধানে পড়ানো হবে এই বিষয়টি। এর নেপথ্যে কারণ হিসেবে বলা যায় যে এই নতুন বিষয়টির জন্য ভবিষ্যতে কর্মক্ষেত্রে বড়ো সুযোগ আসবে পরের প্রজন্মের (Next Generation) কাছে।

এই প্রসঙ্গে প্রযুক্তিবিদরা জানাচ্ছেন যে আগামী পাঁচ বছরে Artificial Intelligence এবং Machine Learning Specialist এর চাহিদা বৃদ্ধি পাবে সবচেয়ে বেশি।

আগামী দিনে এই Artificial Intelligence এর কাজ জানা অভিজ্ঞ ব্যক্তি সহজেই বহু চাকরির সুযোগ পাবেন।সহজেই মিলবে Big Data Specialist, Data Engineer, Security Analyst এর মতো পদে চাকরি। কর্মক্ষেত্রে মোটা টাকার মাইনেও পাবেন সেই ব্যক্তি। মনে করা হচ্ছে যে একজন Artificial Intelligence Engineer এর বার্ষিক আয় হবে কয়েক লক্ষ টাকা!

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker