শিক্ষার খবর

কোচিংয়ে না পড়েই UPSC ক্র্যাক করলেন কুরুক্ষেত্রের তেজস্বী, দ্বিতীয়বার পরীক্ষাতেই IAS অফিসার।

ভারতবর্ষের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম একটি পরীক্ষা হল সিভিল সার্ভিস(UPSC) পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে IPS, IAS এর মত একাধিক গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরির সুযোগ মেলে। বহু পরীক্ষার্থীরা অনেক বছর কঠোর পরিশ্রমের পর এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে এমন অনেক ঘটনা দেখা গেছে, যেখানে মেধাবী ছাত্র-ছাত্রীরা একবার বা দুইবারের চেষ্টাতেই ইউ পি এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সম্প্রতি এই পরীক্ষায়(Civil Service Examination) সাফল্য অর্জন করে নজির গড়েছেন হরিয়ানার তেজস্বী রানা। কোনরকম কোচিং ছাড়াই তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি কালিম্পঙ্গে IAS পদে কর্মরত।

তেজস্বী রানার বাড়ি হরিয়ানার কুরুক্ষেত্রে। ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হবার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন তিনি। তারপর জয়েন্ট ট্রান্স এডভান্স পরীক্ষায় পাস করেন এবং আইআইটি কানপুরে ভর্তি হন। কানপুরে পড়াশোনা করার সময়ই তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন।

তেজস্বী রানা প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন ২০১৫ সালে। তখন তিনি প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফের কঠোর পরিশ্রম করে পরের বছর অর্থাৎ ২০১৬ সালে তিনি পুনরায় পরীক্ষায় বসেন। ২০১৬ সালে পরীক্ষায় পাশ করে তিনি ১২ তম স্থান অর্জন করেন সারা ভারতের মধ্যে। বলা বাহুল্য যে তিনি আলাদা করে ইউপিএসসি পরীক্ষার জন্য কোন কোচিং নেননি।

তেজস্বীরা না জানান যে ইউপিএসসি পরীক্ষার সিলেবাস দেখার পর তিনি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত NCERT সিলেবাসের বইগুলি যোগাড় করেন। এছাড়া নোট ও রাখতেন। নিজেই টেস্ট দিতেন আবার নিজেই উত্তর-পত্রের মূল্যায়ন করতেন।

তার এই কঠিন অধ্যাবসায় এবং অদম্য জেদের কারণে দ্বিতীয়বারের চেষ্টাতেই তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি কালিম্পং IAS পদে কর্মরত রয়েছেন।

তেজস্বী রানা সাফল্যের কাহিনী বর্তমানে অনেক পড়ুয়াদের অবশ্যই অনুপ্রাণিত করবে। তার সাথে আরো বহু পরীক্ষার্থীরা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার স্বপ্ন দেখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker