শিক্ষার খবর

JU Courses: কেরিয়ার ও স্টুডেন্ট কাউন্সেলিংয়ের দুটি ডিপ্লোমা কোর্স শুরু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।

স্কুল বা কলেজের পড়াশোনা শেষে কিভাবে এগোনো যায় বা কোন উচ্চশিক্ষার পথে লাভবান হবেন সেই নিয়ে বিভ্রান্তির দেখা দেয় পড়ুয়াদের মধ্যে। এসময় অনেকেই তেমন ভাবে গাইডেন্স পান না আবার অনেকে পান। তবে এই ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(JU) তরফে স্টুডেন্ট কাউন্সিলররা (Student Councilor) সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ‘স্টুডেন্ট কাউন্সেলিং এবং কেরিয়ার কাউন্সেলিংয়ের’ (Student Council and Career Counseling) তরফে দুটি ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ‘কেয়ারিং মাইন্ডস’ (Caring Minds) নামক মানসিক স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই কোর্স দুটি চালু করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই কোর্সে ভর্তি হবার আবেদন। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

১. কোর্সদুটির ভবিষ্যৎ কি? কেন করবেন এই কোর্স?
কোর্স দুটি ভালোভাবে শেষ করার পরে একজন পেশাদার এবং সার্টিফায়েড স্টুডেন্ট বা কেরিয়ার কাউন্সেলর(Certified Student or Career Counselor) হিসাবে কাজ করতে পারবেন প্রার্থীরা।

২. কারা কারা এই কোর্সটি করতে পারবেন?
যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের দশম এবং দ্বাদশের পড়ুয়া, গৃহবধূ, যে কোনও ক্ষেত্রের পেশাদার এবং শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানাতে পারবেন এই কোর্সের জন্য। ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই কোর্সটি করা সম্ভব।

৩. বয়সসীমা কত?
আবেদন করার জন্য কোনও নির্দিষ্ট বয়সসীমা স্থির করা হয়নি।

৪. কোর্সদুটি চলবে কতদিনের জন্য?
i) দুটি কোর্সই চলবে এক বছর ধরে।
ii) সপ্তাহে দুই দিন টানা তিনঘণ্টা ধরে চলবে ক্লাস।

৫. ক্লাস শুরু কবে হবে এই কোর্সের জন্য?
কোর্সটি অফলাইন (Offline) পদ্ধতিতেই হবে এবং ক্লাস শুরু হবে আগামী জুন মাসে।

৬. ক্লাসের ওরিয়েন্টেশন (Class Orientation) কবে?
২৪ জুন হবে ক্লাসের ওরিয়েন্টেশন।

৭. আবেদন ফি কত?
i) আবেদনের ফি বাবদ দেশের নাগরিকদের ৬০০০ টাকা।
ii) প্রবাসী ভারতীয়দের ১২,০০০ টাকা জমা দিতে হবে।

৮. মাসিক টিউশন ফি বাবদ কত টাকা লাগবে?
দেশ ও বিদেশে বসবাসকারীদের জমা দিতে হবে যথাক্রমে ৫০০০ টাকা এবং ১০,০০০ টাকা।

৯. কোর্সটি কোন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাবে?
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) দেবে এই কোর্সটির স্বীকৃতি।

১০. কি কি ক্লাস থাকবে এই কোর্সের ভেতরে?
থিওরি এবং প্র্যাক্টিক্যাল ক্লাসের (Theory and Practical Class) পাশাপাশি প্রোজেক্ট ওয়ার্ক, ইন্টার‍্যাক্টিভ সেশন, কেস স্টাডি ডিসকাশন এবং রোল প্লে/ মক সেশনের (Project Work, Interactive Session, Case Study Discussion, Role Play/Mock Session) মাধ্যমেও ক্লাসের আয়োজন করা হবে এই কোর্সে।

কোর্সটিতে আবেদনসহ ভর্তির বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker