সরকারি প্রকল্প

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, জারি নয়া বিজ্ঞপ্তি। জানুন বিস্তারিত।

দুর্নীতি ঠেকাতে স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Saathi Card) ব্যবহারে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলো স্বাস্থ্য দফতর(Health Department)। এই কার্ড নিয়ে সম্প্রতি অনেক দুর্নীতি ধরা পরছিল আর তাই নেওয়া হলো এই কঠোর সিদ্ধান্ত(Tough Decision)। কী সেই সিদ্ধান্ত? আসুন সবিস্তারে আলোচনা করা যাক।

সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের (Decision) কথা বলা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি এক বছরের মধ্যে কোনও বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমে দশবার স্বাস্থ‌্যসাথী কার্ড (Swastha Saathi Card) নিয়ে অনিয়ম ধরা পড়ে, তাহলে কার্ডটিকে Automatically Block করে দেওয়া হবে। পাওয়া যাবেনা আর কোনো পরিষেবা।

এছাড়াও ডাক্তারদের ব্যাপারে জানানো হয়েছে যে, যদি এই অনিয়মের অর্থাৎ দুর্নীতির সঙ্গে কোনও চিকিৎসক তাহলে তিনি আর রোগীর চিকিৎসা করতে পারবেন না। প্রশ্ন উঠেছে যে কেন হঠাৎ এমন বিজ্ঞপ্তি (Notification) জারি করা হল?‌ এর উত্তরও দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে।

সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে বহু বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতাল এই কার্ডটির সুবিধা নিয়ে ভুয়ো বিল (Fake Bill) তৈরি করে দেদার টাকা লুটে নিচ্ছে। সম্প্রতি এই বিষয়ে স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ গেছে যার ফলস্বরূপ এই বিজ্ঞপ্তি। এরকম দুর্নীতির ফলে এমন সব অভিযোগ এসেছে স্বাস্থ্য দফতরের কাছে। এর ফলে প্রকৃত চিকিৎসার ক্ষেত্রে সাহায্যপ্রার্থীরা হচ্ছেন বঞ্চিত।

বিজ্ঞপ্তি অনুযায়ী আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে?‌

  • i) জেলাভিত্তিক নজরদারি দলকে আরো বেশি সক্রিয় (More Active) হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
  • ii) স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই দুর্নীতি দমনের লক্ষ্যে একটি নতুন একটা সফটওয়‌্যার (Software) তৈরি করা হয়েছে।
  • iii) কোনোরকম অনিয়ম ধরা পড়লেই সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোম এবং হসপিটালকে পরতে হবে শাস্তির মুখে।

এই দুর্নীতি দমনের জন্য ইতিমধ্যেই ২০০ সরকারি চিকিৎসককে প্রশিক্ষণ (Training) দেওয়া হয়েছে। এছাড়াও SOP প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে। এই বিষয়ে আগামী ১৮ আগস্ট Virtual Training দেওয়া হবে যাতে ফের এই অনিয়মের মাধ্যমে সরকারের টাকা তছরুপ করা না হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আরো খবর যে যদি কোনও রোগীর চিকিৎসায় বাস্তব খরচের পরিমাণে যদি মিথ্যে ধরা পরে তবে অপরাধীকে চরম শাস্তি পেতে হবে। শুধু তাই না, যদি দিন অর্থাৎ তারিখে গরমিল দেখা যায় তাহলেও শাস্তি পেতে হবে। শাস্তিস্বরূপ জরিমানা থেকে জেল অবধি হতে পারে।

অপরাধ অনুযায়ী বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালগুলিকে তিনটি রঙে চিহ্নিত করা হবে। যেমন:

লাল(Red): গুরুতর অপরাধের ক্ষেত্রে এই রঙ মিলবে।
হলুদ(Yellow): মাঝারি ধরনের অপরাধ করলে এই রঙ দেওয়া হবে।
সবুজ(Green): খুব কম অনিয়মের ক্ষেত্রে এই রঙ মিলবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker