Result

মাধ্যমিক রেজাল্ট 2023[Official Link] -WBBSE Madhyamik Result 2023

মাধ্যমিক রেজাল্ট 2023: আশা করছি সকলে ভালো আছেন। আপনারা এই পেজে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আপনারা সম্পুর্ন স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন এই পেজে। মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে? সেটিও জানতে পারবেন।

এবছর নিজেদের স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে। তবে পরীক্ষার ভিত্তিতেই এবছর নম্বর দেওয়া হবে। বিগত বছরের যদিও কোনও মাধ্যমিক পরীক্ষা হয়নি।

এবছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের  মাধ্যমিক রেজাল্ট ২০২২ প্রকাশিত হওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর ১৯শে জুন (শুক্রবার) সকাল ১০ টায়  মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করা যাবে এবং  মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা । সাথে মেধাতালিকাও প্রকাশিত হবে।

পশ্চিমবঙ্গে Madhyamik Result 2023 প্রকাশিত করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসে। তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ওয়েবসাইটগুলি সার্ভার ডাউন হয়ে যায়। তবে নীচে আমরা সব ওয়েবসাইটের লিঙ্ক রেখে দিলাম। এক এক করে সবগুলো চেক করতে পারবেন। সহজেই মোবাইলে মাধ্যমিক রেজাল্ট 2023 চেক করার লিঙ্ক নীচে দেওয়া রইলো।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক রেজাল্ট প্রকাশ করে থাকে মেধার বিচারে। 19/05/2023 তারিখে সকাল ৯টার সময় রাজ্যের মধ্যে প্রথম যারা হয়েছে তাঁদের মেধাতালিকার নাম প্রকাশিত করা হবে পর্ষদের মাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেটি ঘোষণা করা হবে। আমরা তখনই এই পেজে আপডেট করে দেবো। 

 

1 Board Name: WBBSE
2 Examination Name: WB Madhyamik Exam 2023
3 Result Date: 19th May 2023
 

4

Official Website: www.wbbse.wb.gov.in

 

মাধ্যমিক রেজাল্ট ২০২৩ দেখার পদ্ধতি:

  1. মোবাইলে ইন্টারনেট সংযোগের সাহায্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যায়।
  2. মোবাইলে বিনা ইন্টারনেট সংযোগের সাহায্যে SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখা যায়।

এই পেজে দুটি পদ্ধতি সকলকে জানাবো।

মাধ্যমিকের রেজাল্ট ২০২৩ কীভাবে দেখা যাবে?

  • এবছরের রেজাল্ট দেখার জন্য অফিসিয়াল সাইটে গিয়ে ছাত্রছাত্রীদের Registration Number ও জন্মতারিখ বসিয়ে রেজাল্ট দেখা যায়।
  • পর্ষদের অফিসিয়াল সাইট wbresults.nic.in-এ প্রবেশ করে সমস্ত তথ্য বসাতে হবে।
  • এরপর ‘সাবমিট‘ বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।
  • রেজাল্ট আপনি মনে করলে প্রিন্ট/ স্ক্রিনশট তুলে রাখতে পারবেন।

SMS-এর সাহায্যে মাধ্যমিক রেজাল্ট ২০২৩ দেখার পদ্ধতি:

মাধ্যমিকের ফলাফল মোবাইলের এসএমএসের মাধ্যমে দেখার জন্য “WB10<Space> Registration No” লিখতে হবে। এবং ম্যাসেজটি পাঠাতে হবে 5676750 এই মধ্যে যেকোনো নম্বরে। এই মাধ্যমে প্রধান ব্যালেন্স থেকে অল্প চার্জ কাটা হয়। এই পদ্ধতিটি একটু ধীর প্রকৃতির।

Madhyamik Result 2023

কোন কোন সাইট থেকে মাধ্যমিক রেজাল্ট দেখা সম্ভব?:

  1. www.wbbse.wb.gov.in
  2. https://wbresults.nic.in
  3. www.exametc.com
  4. www.indiaresults.com
  5. www.jagaranjosh.com
  6. www.results.shiksha

উপরের ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা সহজেই নিজেদের মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবেন। 

Conclusion:সকল মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামী দিনে তোমাদের উজ্জল ভবিষ্যতের কামনা করি। মাধ্যমিক পরীক্ষার পরে বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই ফুলদমে প্রস্তুতি ক্লাস এলেভেন থেকেই শুরু করে দাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker