মাধ্যমিক রেজাল্ট 2022: আশা করছি সকলে ভালো আছেন। আপনারা এই পেজে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আপনারা সম্পুর্ন স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন এই পেজে। মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে? সেটিও জানতে পারবেন।
এবছর নিজেদের স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে। তবে পরীক্ষার ভিত্তিতেই এবছর নম্বর দেওয়া হবে। বিগত বছরের যদিও কোনও মাধ্যমিক পরীক্ষা হয়নি।
এবছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক রেজাল্ট ২০২২ প্রকাশিত হওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর ৩রা জুন ২০২২ (শুক্রবার) সকাল ১০ টায় মাধ্যমিক পরীক্ষার রেজলাত বেরোবে। সাথে মেধাতালিকাও প্রকাশিত হবে।
পশ্চিমবঙ্গে Madhyamik Result 2022 প্রকাশিত করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসে। তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ওয়েবসাইটগুলি সার্ভার ডাউন হয়ে যায়। তবে নীচে আমরা সব ওয়েবসাইটের লিঙ্ক রেখে দিলাম। এক এক করে সবগুলো চেক করতে পারবেন।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক রেজাল্ট প্রকাশ করে থাকে মেধার বিচারে। ৩রা জুন ২০২২ তারিখে সকাল ৯টার সময় রাজ্যের মধ্যে প্রথম যারা হয়েছে তাঁদের মেধাতালিকার নাম প্রকাশিত করা হবে পর্ষদের মাধ্যমে।
1 | Board Name: | WBBSE |
2 | Examination Name: | WB Madhyamik Exam 2022 |
3 | Result Date: | 3th June 2022 |
4 | Official Website: | www.wbbse.wb.gov.in |
Table of Contents
মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখার পদ্ধতি:
- মোবাইলে ইন্টারনেট সংযোগের সাহায্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যায়।
- মোবাইলে বিনা ইন্টারনেট সংযোগের সাহায্যে SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখা যায়।
এই পেজে দুটি পদ্ধতি সকলকে জানাবো।
মাধ্যমিকের রেজাল্ট ২০২২ কীভাবে দেখা যাবে?
- এবছরের রেজাল্ট দেখার জন্য অফিসিয়াল সাইটে গিয়ে ছাত্রছাত্রীদের Registration Number ও জন্মতারিখ বসিয়ে রেজাল্ট দেখা যায়।
- পর্ষদের অফিসিয়াল সাইট wbresults.nic.in-এ প্রবেশ করে সমস্ত তথ্য বসাতে হবে।
- এরপর ‘সাবমিট‘ বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।
- রেজাল্ট আপনি মনে করলে প্রিন্ট/ স্ক্রিনশট তুলে রাখতে পারবেন।
SMS-এর সাহায্যে মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখার পদ্ধতি:
মাধ্যমিকের ফলাফল মোবাইলের এসএমএসের মাধ্যমে দেখার জন্য “WB10<Space> Registration No” লিখতে হবে। এবং ম্যাসেজটি পাঠাতে হবে 5676750 এই মধ্যে যেকোনো নম্বরে। এই মাধ্যমে প্রধান ব্যালেন্স থেকে অল্প চার্জ কাটা হয়। এই পদ্ধতিটি একটু ধীর প্রকৃতির।
কোন কোন সাইট থেকে মাধ্যমিক রেজাল্ট দেখা সম্ভব?:
- www.wbbse.wb.gov.in
- https://wbresults.nic.in
- www.exametc.com
- www.indiaresults.com
- www.jagaranjosh.com
- www.results.shiksha
উপরের ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা সহজেই নিজেদের মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবেন।
Conclusion:সকল মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামী দিনে তোমাদের উজ্জল ভবিষ্যতের কামনা করি। মাধ্যমিক পরীক্ষার পরে বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই ফুলদমে প্রস্তুতি ক্লাস এলেভেন থেকেই শুরু করে দাও।