Madhyamik Result 2023: মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে? মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে কি কি প্রকল্প আছে যাতে পড়ুয়ারা লাভবান হবেন? আসুন জেনে নিই।
সকল ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩শে ফেব্রুয়ারী থেকে এবং শেষ হয় ৪ঠা মার্চ। পরীক্ষার পরে ফলাফলের দিন গোনার অপেক্ষা। মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফে এই মাসেই মাধ্যমিকের ফলাফল (Madhyamik Examination Result) প্রকাশের ঘোষণা করা হয়েছে।
তবে এখন প্রশ্ন হলো যে মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হতে পারে? কী বলছে পর্ষদ? এই প্রশ্নই কার্যত সকল পরীক্ষার্থী তথা সকল অভিভাবকদের মনে চলছে বর্তমানে। এর আগে একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছিলো যে জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। তবে বর্তমানে জানা যাচ্ছে যে চলতি মাসে অর্থাৎ মে মাসের মধ্যেই পর্ষদের তরফে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে।
মে মাসের ১৫-১৭ তারিখের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে পর্ষদের তরফে। আপাতত এই সময়ে অনলাইনে (Online) মাধ্যমিকের ফলাফল বা মার্কস দেখার পদ্ধতি পরীক্ষা চলছে পর্ষদের তরফে। এই পদ্ধতি দ্রুত শেষ করেই মাধ্যমিকের ফলপ্রকাশ করবে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanujan Gangopadhyay) স্পষ্টতই জানিয়েছেন, চলতি মাসেই অর্থাৎ মে তে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সুত্র অনুযায়ী, এই মাসের ১৫-১৭ তারিখের মধ্যে কোনো একটি দিন ফলপ্রকাশ করার জন্য বেছে নেওয়ার ভাবনাচিন্তা চলছে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়ে তিনটি সম্ভাব্য দিন দেওয়া হয়েছে। এই তিনটি দিন হল আগামী ১৫ মে বা ১৬ মে বা ১৭ মে। এখন শুধুই অপেক্ষা শিক্ষা দফতরের ছাড়পত্রের।
যদিও ইতিমধ্যেই এই নিয়ে এই বিষয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট মহলের বক্তব্য এটাই যে প্রতি বছর শিক্ষা দফতরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Bandopadhyay) অনুমোদন নেওয়া হয়। তারপরই মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়ে থাকে। চলতি বছরেও একই পদ্ধতি অনুসরণ করবে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে চেক করবেন?
বাড়িতে বসেই ফোন মারফত অনলাইন মাধ্যমেই পরীক্ষার্থীরা নিজেদের মাধ্যমিকের বাড়িতে বসে নিজেদের ফলাফল চেক করে নিতে পারবেন। অনলাইনে নিজেদের ফলাফল চেক করার জন্য ছাত্রছাত্রীদের কি করতে হবে দেখে নেওয়া যাক:
i) ছাত্রছাত্রীদের প্রথমে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in -এ যেতে হবে।
ii) এরপর নিজেদের প্রয়োজনীয় তথ্য দিলেই মার্কশিট ওপেন হয়ে যাবে এবং সেই সঙ্গে দেখা যাবে কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সেটিও দেখা যাবে।
এরপরে নিজের সময়মতো নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজেদের মার্কশিট সংগ্রহ করে নিতে পারবেন।
এতো গেলো ফলাফলের কথা। এবার জানা যাক যে মাধ্যমিকের ফলাফলের পরে আপনি সরকারি কোন কোন প্রকল্পের ক্ষেত্রে যোগ্য হতে পারেন?
মাধ্যমিক উত্তীর্ণ হবার পরে প্রায় সকলেই উচ্চমাধ্যমিকের জন্য পড়াশোনা করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে সকলে সেই সুযোগ পান না। এই ধরনের সমস্যার সমাধানের জন্য এবং পড়ুয়াদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণের উদ্দেশ্যে দেশে সরকারি বা বেসরকারি একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। যেগুলিতে মাধ্যমিক পাশের পরই পড়ুয়া আবেদন জানাতে পারবেন।
১) নবান্ন স্কলারশিপ।(Nabanna Scholarship)
২) বিকাশ ভবন স্কলারশিপ।(Bikas Bhabana Scholarship)
৩) টাটা স্কলারশিপ।(Tata Scholarship)
৪) জি পি বিড়লা স্কলারশিপ।(G. P. Birla Scholarship)
৫) ঐক্যশ্রী স্কলারশিপ।
এছাড়াও আরো কয়েকটি স্কলারশিপ রয়েছে। সরকারি প্রকল্পের ওয়েবসাইট চেক করতে পারেন আরো বিশদে জানতে।
-Written by Riya Ghosh