শিক্ষার খবর

চার বছরের স্নাতক কোর্স বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে! ভর্তি হবার আগে আবেদন পদ্ধতিসহ সমস্ত বিষয় জেনে নিন বিস্তারিত।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে(Bankura University)। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) এবং ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। জেনে নিন বিস্তারিত।

স্নাতক স্তরে কোন বিষয়ের কত আসন?
Physics: ২৮ টি
Mathematics: ২৮টি
Geography: ৬০টি
Philosophy: ৬০টি

বিষয়গুলিতে ভর্তির জন্য ফি বাবদ কত টাকা ধার্য করা হয়েছে?
Physics: ২৫০০/- টাকা
Mathematics: ২৪০০/- টাকা
Geography: ২৪০০/- টাকা
Philosophy: ২০০০/- টাকা

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই শিক্ষা বর্ষে শুধুমাত্র একটি Major Subject নিয়ে চার বছরের Graduation Course এ ভর্তি হওয়া যাবে এই বিশ্ববিদ্যালয়ে(University)।

কোর্সটির পরিচালনায় কারা থাকবে?
‘Centre for Studies in Santali Culture and Language’ এই কোর্সটি পরিচালনা করবে।

বলা বাহুল্য যে Major Subject হিসেবে বেছে নেওয়া যাবে শুধুমাত্র Physics, Mathematics, Geography এবং Philosophy বিষয়টিকে। চার বছরের এই স্নাতক কোর্সের পড়াশোনা সেমিস্টার (Semester Wise) ভাগ করেই পড়ানো এবং পরিচালনা করা হবে।

বিঃ দ্রঃ: কোর্সটি করানো হবে সম্পূর্ণ সাঁওতালি ভাষায়(Santali Language)।

আবেদন প্রক্রিয়া:
i) বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Bankura University) গিয়ে সরাসরি ‘Admission’ লেখা অপশনটিতে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
ii) এরপর নিজের সমস্ত দরকারি তথ্য সমেত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ১৫ জুলাই অবধি।
আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker