শিক্ষার খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে B.Ed স্পেশাল এডুকেশন কোর্স। ভর্তি প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে B.Ed Special Education Course অর্থাৎ Visual Impairment বা দৃষ্টি প্রতিবন্ধকতা কোর্স শুরু হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এই বিষয়ে জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। বিশদে জানতে প্রতিবেদনটি পড়ুন। (Jadavpur University B.Ed Course)

B.Ed Special Education বা Visual Impairment কোর্সটি চালু করতে চলেছে JU অর্থাৎ Jadavpur University এর তরফ থেকে। কোর্সটি যৌথ ভাবে সামাজিক কল্যাণ সংস্থা Voice of World চালু করতে চলেছে। কোর্সটি বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং Rehabilitation Council of India এর দ্বারা স্বীকৃত। কোর্সটিতে ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে।

কোর্সের মেয়াদ:

২ বছর।

বার্ষিক কোর্স ফি :

৪০,০০০/- টাকা।

মোট আসন সংখ্যা:

৩০টি।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারীর Science/ Sociology/ Humanities বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরে (Graduation and Masters Course) ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
ii) আবেদনকারীদের মধ্যে যাঁদের Science এবং Mathematics এ Specialization সহ B.E বা B.tech -এ ৫৫ শতাংশ নম্বর বর্তমান, তাঁরাও আবেদন করতে পারবেন।

কোর্সটির ক্লাস কোথায় হবে?

কোর্সের ক্লাস হবে দক্ষিণ ২৪ পরগনার নন্দভাঙ্গা গ্রামের (Nandabhanda Village) ‘Voice of World’ এর Teachers Training College এ।

ভর্তি প্রক্রিয়া:

যোগ্য প্রার্থীকে কোর্সে ভর্তি নেওয়া হবে অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের (Academic Score and Interview) উপর মাধ্যমে।

আবেদনের শেষ দিন:

আবেদনের শেষ দিন হলো আগামী ৩০ জুন, ২০২৩!

বাছাই করা প্রার্থীর নাম প্রকাশিত হবে কবে?

অ্যাকাডেমিক নম্বরের (Academic Number) ওপর ভিত্তি করে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের (Interview) জন্য নাম প্রকাশ করা হবে ৭ জুলাই।

ইন্টারভিউয়ের তারিখ:

ইন্টারভিউ নেওয়ার তারিখ (Interview Date) হলো আগামী ১০ এবং ১১ জুলাই।

চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য বাছাই প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার তারিখ কত?

বাছাই প্রার্থীদের ভর্তির নামের তালিকা প্রকাশিত হবে ১৪ জুলাই।

ক্লাস শুরু কবে থেকে?

ক্লাস শুরু ২৪ জুলাই থেকে।

এই বিষয়ে আরও বিশদে জানতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।

Important Links

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker