খবর

EPFO Pension: সময়সীমা বাড়ল বেশি পেনশনের আবেদনের ক্ষেত্রে! কতদিন আবেদন করতে পারবেন? জানুন

সময়সীমা বাড়ানো হলো EPFO-তে বেশি পেনশনের (Higher Pension Apply) আবেদনের ক্ষেত্রে। গত ১৩ মার্চ, ২০২৩ তারিখে EPFO একটি প্রেস বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয় যে পেনশন স্কিমের অধীনে বেশি পেনশনের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বেশি পেনশনের আবেদনের সময় সীমা বাড়িয়ে আগামী ৩ মে পর্যন্ত করার ঘোষণা করেছে EPFO। যে সমস্ত ব্যক্তিরা গত ১ সেপ্টেম্বর ২০১৪ তারিখের আগে কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন, তারা এই পেনশন স্কিমে (Pension Scheme) অধিক পেনশনের অপশন বেছে নিতে পারবেন।

২০১৪ সালের ২২ আগস্ট Eps সংশোধনীর অধীনে পেনশনযোগ্য বেতনের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছিল মাসে 15000 টাকা। এর আগে উর্ধ্বসীমা ছিল 6500 টাকা।

প্রসঙ্গত , এর আগে অধিক পেনশনের জন্য আবেদনের সময়সীমা ছিল ৩ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত, তবে বর্তমানে তা বাড়িয়ে ৩ মে ২০২৩ তারিখ পর্যন্ত করা হলো। পেনশন গ্রাহকরা আগামী ৩ মে ২০২৩ তারিখ পর্যন্ত সময় পাবেন আবেদন করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker