শিক্ষার খবর

SSC Scam: সুপারিশপত্রই নেই, অথচ চাকরি করছেন! হাইকোর্টের নির্দেশে বাতিল হল ৫৭ জন গ্রুপ-সি কর্মীর চাকরি।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) সুপারিশ পত্র নেই অথচ নিয়োগ পত্র পেয়ে চাকরি করছেন ৫৭ জন প্রার্থী। এই মর্মে চাকরি বাতিল করা নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)।

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে গ্রুপ সি এর ৮৪২ জন চারটি প্রার্থীর চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। এই ৮৪২ জন চাকরি প্রার্থীর মধ্যে ৫৭ জন চাকরি প্রার্থীর কোনরকম কমিশনের সুপারিশ পত্র নেই , অথচ তারা নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন। শনিবার দুপুর বারোটার মধ্যে এই প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী এই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। (WB SSC Group-C Scam)

সুপারিশপত্র ছাড়াই ৫৭ জনের চাকরি করার খবর শুনে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি সরাসরি প্রশ্ন করে, “এটাও কি শান্তিপ্রসাদ সিন্‌হার কাজ?”

এছাড়া বাকি ৭৮৫ জন প্রার্থীর স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ পত্র উভয়ই আছে। এজন্য প্রথমে স্কুল সার্ভিস কমিশনকে সুপারিশপত্র প্রত্যাহার করতে বলা হয় এবং পরে শিক্ষা পর্ষদ কে চাকরি বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট।

যে ৫৭ জন প্রার্থীদের নিয়োগ বাতিল হয়েছে, তাদের নাম, রোল নম্বর ,বর্তমানে তারা কোন স্কুলে কর্মরত- তা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ (Terminated Group-C Candidates List) আকারে প্রকাশ করা হয়েছে।

এর আগেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছিল। যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, OMR কারচুপি করা হয়েছে, সেই সমস্ত ভুয়ো প্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করা নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়া এতদিন পর্যন্ত তারা যা বেতন পেয়েছিলেন, সেই টাকাও ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়েছিল এর আগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker