শিক্ষার খবর

নতুন মেডিক্যাল কলেজের স্নাতকে সর্বাধিক আসন 150 টি, আরো একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ।

আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন মেডিক্যাল কলেজের স্নাতকে সর্বাধিক আসন 150 টি, আরো একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন(National Medical Commission)। সম্প্রতি National Medical Commission এর পক্ষ থেকে নতুন একগুচ্ছ নিয়মকানুন চালু করা হলো। হবু ডাক্তারদের জন্য সবথেকে ভালো খবর হলো আসন সংখ্যা নিয়ে। নতুন মেডিক্যাল কলেজের স্নাতকে সর্বাধিক আসন হবে 150 টি। বার্ষিক 50/100/150 এইভাবে পড়ুয়া ভর্তি নেওয়ার ক্ষমতা রয়েছে যে সমস্ত মেডিক্যাল কলেজগুলির, এমন মেডিক্যাল কলেজগুলিকেই অনুমোদনপত্র দেওয়া হবে।

NMC এর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন মেডিক্যাল কলেজ শুরু, নতুন মেডিক্যাল ইনস্টিটিউশনের স্নাতক কোর্স, বর্তমান কোর্সের আসন বাড়ানো এবং অ্যাসেসমেন্ট ও রেটিং রেগুলেশন, 2023-এর গাইডলাইন ইস্যু করেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন বৃদ্ধির আবেদন যারা পায়নি, তারা পুনরায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন জানাতে পারবেন।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মেডিক্যাল প্রতিষ্ঠানগুলির স্কিল ল্যাবরেটরি থাকতে হবে। এখানে শিক্ষার্থীরা প্রাকটিক্যাল অভিজ্ঞতার সাথে ডাক্তারির প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া ল্যাবগুলি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে, পরীক্ষা বা কোনও ক্লিনিক্যাল ট্রেনিং(ClinicalTraining)-এর জন্য ব্যবহার করা যাবে না। 150 জন এমবিবিএস ছাত্রছাত্রীর জন্য অন্তত 600 ব.মি. এরিয়ার স্কিল ল্যাবরেটরি থাকতে। 200 থেকে 250 জন পড়ুয়ার জন্য 800 ব.মি. স্কিল ল্যাবরেটরি থাকতে হবে।

নির্দেশিকাতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের হোস্টেল, টিচিং হাসপাতাল, ইন্টার্ন ইত্যাদি সর্বাধিক দুটি ক্যাম্পাসের মধ্যে করতে হবে। কলেজ ও হাসপাতালের মধ্যে ৩০ মিনিটের যাতায়াতের সময় হতে হবে। ২২০ টি বেড থাকতে হবে হাসপাতালে। পাশাপাশি শিক্ষার্থীদের ৭৫% উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। হোস্টেলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন রয়েছে কিনা, সেদিকেও দেখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker