খবর

Duare Sarkar Prakalpa Date: ফের রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প হতে চলেছে, কবে থেকে শুরু হবে জেনে নিন বিশদে।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জনগণের কল্যাণে তৈরি একটি প্রকল্প হলো ‘দুয়ারে সরকার প্রকল্প'(Duare Sarkar Prakalpa) ফের একবার এই প্রকল্প শুরু (New Date) করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)।

 রাজ্যের সকল মানুষের সুবিধার জন্য, সকল সরকারি প্রকল্পের আওতায় সকলকে আনার জন্যই সরকারের এই প্রকল্প। গত ২০২০ সালের ১লা ডিসেম্বর থেকে এই প্রকল্প শুরু হয়েছিল।

এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন। পরবর্তীকালে সংখ্যাটি আরো বৃদ্ধি পাবে। তাই সরকার এই প্রকল্পের পুনরায় চালু করছে আগামী ১লা এপ্রিল থেকে। সামনেই পঞ্চায়েত ভোট (Vote) এবং তার আগেই শুরু হতে চলেছে এই প্রকল্প।

আগামী ১লা এপ্রিল থেকে কুড়ি দিনব্যাপী চলবে এই প্রকল্প যাতে একসাথে ৩২টি সরকারি প্রকল্পের কাজ করা হবে। ১লা এপ্রিল থেকে ১১ই এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ ও জন সংযোগের কাজ হবে এবং দ্বিতীয় দফার আবেদনকারীদেরকে শংসাপত্র (Certificate) ও নথি তুলে দেওয়া হবে। এর মধ্যে কোন দিন রবিবার হলে সেদিনকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের (Duare Sarkar Prakalpa) ক্যাম্প আয়োজন করা হবে না।

‘দুয়ারে সরকার প্রকল্প'(Duare Sarkar Prakalpa) সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা www.ds.wb.gov.in -এই ওয়েবসাইটে (Website) গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

কিভাবে অনলাইন পদ্ধতিতে আপনার এলাকায় কবে এই প্রকল্প হবে তা জানবেন? জেনে নিন এই প্রতিবেদন (Article) মারফত! 

কিভাবে জানা যাবে:

১) সবার আগে www.ds.wb.gov.in এই ওয়েবসাইটে (Website) যেতে হবে।

২) এরপরে Find Your Camp অপশনটি (Option) সিলেক্ট করে যান।

৩) এবারে নিজের জেলা, আপনি পঞ্চায়েত না পৌরসভা অঞ্চলে থাকেন সেটা লিখতে হবে এবং ব্লক বা ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে।

৪) এই পদ্ধতি অবলম্বন করলেই আপনার নিজের এলাকাতে কবে ‘দুয়ারে সরকার প্রকল্প‘ (Duare Sarkar Prakalpa) আয়োজন হবে তা আপনি দেখে নিতে পারবেন।

এছাড়াও duaresarkarteam@gmail.com এবং টোলফ্রি নম্বর 1070 – 033 – 22143526 এ ফোন করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker