ব্যবসা-বাণিজ্য

Business Idea: মেয়েদের জন্য বাড়ি বসেই ব্যবসার উপায়, সহজেই ইনকাম করুন মোটা অঙ্কের অর্থ।

বর্তমান সময়ে মেয়ে হোক কি ছেলে, সকলের নিজের পায়ে দাঁড়ানো দরকার। যত ছোট কাজই হোক না কেন, নিজে উপার্জন(Earning) করতে পারার আনন্দই আলাদা। আজ এই প্রতিবেদনটিতে বিশেষ করে মেয়েদের জন্য কিছু ব্যবসার উপায়(Business Idea) বলবো যা তারা বাড়িতে বসেই করতে পারে। কম খরচে, বেশি মুনাফা লাভের এই ব্যবসাগুলি করা খুব সহজ।

যেসব মেয়েরা পড়াশোনা শেষ করে বাড়িতে বেকারত্বর জ্বালা সহ্য করছেন বা যেসব গৃহবধূরা নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্যই রইলো আজকের এই প্রতিবেদন। মোট ৫টি ব্যবসার উপায় বলবো আজ আপনাদের। (5 Business Ideas for Women) ভালো করে শেষ অবধি পড়ুন।

i) টিউশন অথবা কোচিং ক্লাস:

বাড়িতে বসে ছাত্রছাত্রী পড়ানোর থেকে ভালো ও সহজ কাজ হয়না। এইভাবে আপনি শুধু অর্থ উপার্জন করতে পারবেন তাই নয় বরং আপনার নিজেরও জ্ঞানভান্ডার (Knowledge) বৃদ্ধি পাবে। এর সাথে পাবেন ছাত্রছাত্রীর ভালোবাসা ও সম্মান(Honour)।

নিজের সামর্থ্য অনুযায়ী নিচু ক্লাস বা উঁচু ক্লাসের বাচ্চাদের পড়ান। বাড়িতেই পড়াতে পারেন বা কোনো কোচিং সেন্টার (Coaching Center) খুলে একসাথে অনেক ছাত্রছাত্রীকে পড়াতে পারেন। কোনো শিক্ষার্থী বাড়িতে আসতে না চাইলে আপনি নিজে তার বাড়ি গিয়ে পড়াতে পারেন।

একটি মার্জিত মাইনে নিন মাসের শেষে এবং সাধ্যমতো পড়ান। আপনার ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হলে আপনার কদর বাড়বে এবং পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে আপনার স্টুডেন্টদের সংখ্যা।

ii) বুটিকের ব্যবসা:

এই ব্যবসায় লাভের মুখ দেখবেনই। খুব কম খরচে বাড়িতে এই ব্যবসা শুরু করতে পারেন। বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইনের শাড়ি(Designer Saree), চুড়িদার(Churidar), গাউন(Gown), স্কার্ট(Skirt) ইত্যাদি বিক্রি করতে পারেন।

ছোট থেকে শুরু করে বড়ো করে তুলুন আপনার ব্যবসাকে। তবে আপনার যদি নিজের সামর্থ্য না থাকে তবে আপনি রিসেলিং (Reselling) করতে পারেন অন্যান্য বিক্রেতাদের থেকে জিনিস নিয়ে। এতেও ভালো লাভ পাবেন।

অনেক মেয়েই সেলাই জানেন। সেইসব ক্ষেত্রে নিজে সেলাই করে বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন বানিয়ে বিক্রি করতে পারেন।

iii) ফুড হোম ডেলিভারী:

খাদ্যরসিক বাঙালির যে নতুন নতুন খাবার পেলে মন আর পেট দুটোই শান্তি পায়, তা আর বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ মেয়েই রান্না করতে ভালোবাসেন। নতুন নতুন রান্না ট্রাই করতে পছন্দ করেন। যদি আপনিও সেই দলের হয়ে থাকেন যাঁরা শুধু খেতে নয়, খাওয়াতেও ভালোবাসেন; তবে আপনার জন্য এই ব্যবসা একদম পারফেক্ট।

বিভিন্ন রকম রান্না বানিয়ে অনলাইনের (Online) মাধ্যমে খুলে ফেলতে পারেন আপনার ‘ফুড হোম ডেলিভারী’র (Food Home Delivery) ব্যবসা। তবে সবার আগে খাবারের দাম এমন রাখুন যাতে কেউ মনে না করেন যে আপনি আকাশছোঁয়া দাম নিচ্ছেন। বাজার দর অনুযায়ী দাম ঠিকঠাক রাখলে আপনার ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনার ব্যবসার নামডাক ছড়িয়ে পড়বে।

শুধু তাই নয় বরং আপনি চাইলে ভবিষ্যতে আপনার নিজের রান্নার ক্লাস করে সকলকে রান্নাও শেখাতে পারেন।

iv) গৃহসজ্জার জিনিস বিক্রয়:

ঘর সাজাতে বেশিরভাগ মানুষই ভালোবাসেন। সকলেই চেষ্টা করেন তাঁদের ‘মন্দির’কে সুন্দর করে সাজাতে। তাই গৃহসজ্জার জিনিস যেমন ‘ওয়াল হ্যাংগিং'(Wall Hanging), ‘হাতে তৈরি জিনিস'(Handmade Things), ‘শো পিস'(Show Piece), ‘বিভিন্ন আর্টিস্টিক জিনিস'(Artistic Things), ‘ঠাকুরের মূর্তি’ ইত্যাদি জিনিস আপনি বিক্রি করতে পারেন।

নিজের বাড়ি সাজিয়ে সুন্দর করে তুলতে সকলে ভালোবাসেন তাই এসব দ্রব্যের চাহিদাও প্রচুর। অনলাইনে (Online) কম দামে আপনি এই জিনিসগুলি বিক্রি করলে মানুষ দোকান ছেড়ে আপনার কাছে জিনিস নেবে।

ধীরে ধীরে ব্যবসা বাড়ান ও লোকের চাহিদা অনুযায়ী জিনিসও রাখুন।

v) নকল ধাতুর গয়নার ব্যবসা:

কোন মেয়ে গয়না পড়তে ভালোবাসে না বলুন তো! তবে এই মূল্যবৃদ্ধির বাজারে সোনা বা হিরে নয় বরং নকল ধাতু যেমন ইমিটেশন (Imitation) বা অক্সিডাইসড (Oxidized) এর গয়না পড়ছেন সবাই। এগুলি সূলভ মূল্যে মেলে এবং দেখতেও ভীষণ আকর্ষণীয় হয়। তাই বাজারের চাহিদা অনুযায়ী শুরু করতে পারেন নকল ধাতুর গয়নার ব্যবসা।

ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে বানানো এইসব অলঙ্কার অর্থাৎ নেকলেস, কানের দুল, নাকের নথ, হাতের চুড়ি, বালা, আংটি ইত্যাদির সম্ভার নিয়ে অনলাইনে (Online) শুরু করুন নিজের ব্যবসা। এমনকি পরবর্তীকালে নিজের দোকানও খুলতে পারেন আপনি।

উপরিউক্ত সমস্ত ব্যবসাতেই প্রচুর পরিমাণে লাভ আছে। তবে ধৈর্য ধরতে হবে। ব্যবসা একদিনের মধ্যেই শিখরে ওঠেনা। আসতে আসতে আপনার ব্যবসা ফুলেফেঁপে উঠবেই। অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের ভবিষ্যতের জন্য।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker