রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন চলছে
West Bengal University and Technology এর বিশ্ববিদ্যালয় MAKAUT বা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, লাইব্রেরিয়ান পদে নিয়োগ জারি হয়েছে। কী কী পদ্ধতিতে এবং কী কী যোগ্যতা লাগবে এই পদের জন্য, তা বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এই প্রতিবেদনে। বিশদে জানতে হলে, পুরোটা পড়ুন।
বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ফেব্রুয়ারির ২২ তারিখ, ২০২৩ সাল ও আবেদন প্রক্রিয়া চলবে মার্চ মাসের ১৪ তারিখ, ২০২৩ অবধি। এই পদের জন্য অবশ্যই আপনাকে হতে হবে ভারতীয় নাগরিক।
Table of Contents
নূন্যতম যোগ্যতা:
ক) লাইব্রেরি সায়েন্স/ইনফরমেশন সায়েন্স/ডকুমেন্টেশনে কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি (অথবা গ্রেডিং সিস্টেম যেখানেই অনুসরণ করা হয় সেখানে একটি পয়েন্ট স্কেলে সমতুল্য গ্রেড)!
খ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের যেকোনো স্তরে লাইব্রেরিয়ান হিসেবে কমপক্ষে দশ বছর অথবা দশ বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা।
গ) গ্রন্থাগার বিজ্ঞানে সহকারী/সহযোগী অধ্যাপক বা কলেজ গ্রন্থাগারিক হিসাবে দশ বছরের অভিজ্ঞতা।
ঘ) একটি লাইব্রেরিতে আইসিটি একীকরণ সহ উদ্ভাবনী লাইব্রেরি পরিষেবার প্রমাণ।
ঙ)গ্রন্থাগার বিজ্ঞান/তথ্য বিজ্ঞান/ডকুমেন্টেশন/আর্কাইভস/ম্যানুস্ক্রিপ্ট ইত্যাদি বিষয়ে পিএইচডি ডিগ্রি।
বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ানরা অগ্রাধিকার পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, যাঁরা এই নিয়োগ পদ্ধতির বিরোধিতা করেছিলেন তাঁদের আবেদন করার প্রয়োজন নেই!
আবেদনের পদ্ধতি:
আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীদেরকে নির্ধারিত ফরম্যাটে অনলাইনে আবেদন করতে এবং তাদের আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কি কি আপলোড করবেন:
সমস্ত শিক্ষণ বা একাডেমিক এবং প্রশাসনিক প্রমাণপত্র, গবেষণা ও প্রকাশনা ইত্যাদি সমস্ত প্রমাণপত্রসহ বিশদ বায়ো-ডেটা।
আবেদন প্রক্রিয়া চলবে মার্চ মাসের ১৪ তারিখ অবধি। তার মধ্যেই আবেদন করুন।
অনলাইনে আবেদন করার জন্য, MAUKAT এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
Official Notice: Download Now
Official Website: Click Here
-Written by Riya Ghosh