GAIL-এ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন চলছে
Gail Gas Limited-এ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থী এখানে আবেদনের যোগ্য। বিশদে জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
পদের নাম:
Sr. Associate (Technical)
মোট শূন্যপদ:
৭২টি।(UR-31, EWS-7, OBC-19, SC-10, ST- 72)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical/Electrical and Electronics/ Mechanical/ Production/ Manufacturing/Civil/ Instrumentation Engineering এ স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
পদের নাম:
Sr. Associate(Fire and Safety)
মোট শূন্যপদ:
১২টি।(UR-7, EWS-1, OBC-3,SC-1)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering এ Fire/Fire Safety বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree) অর্জন করা থাকতে হবে।
পদের নাম:
Sr. Associate (Marketing)
মোট শূন্যপদ:
৬টি।(UR-5,OBC-1)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Marketing/Oil and Gas/Petroleum and Enargy/Enargy and Infrastructure/International Business-এ MBA করা থাকতে হবে।
পদের নাম:
Sr. Associate (Finance and Account)
মোট শূন্যপদ:
৬টি।(UR-5, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA/CMA/MBA করা থাকতে হবে।
পদের নাম:
Sr. Associate (Company Secretary)
মোট শূন্যপদ:
২টি(UR-2)
শিক্ষাগত যোগ্যতা:
Company Secretary পদে কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
পদের নাম:
Sr. Associate (Human Resource)
মোট শূন্যপদ:
৬টি।(UR-5, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBA/MSW/PG তে দুই বছরের ডিপ্লোমা (Diploma) করা থাকলে তবেই আবেদন করতে পারেন।
পদের নাম:
Jr. Associate
মোট শূন্যপদ:
১৬টি।(UR-8, EWS-1, OBC-4, SC-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical/ Electrical and Electronics/ Mechanical/ Production/ Manufacturing/ Civil/ Instrumentation Engineering-এ ডিপ্লোমা (Diploma) করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
বয়স:
সমস্ত পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাট্যাগরির (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করতে হবে অনলাইনে(Online)।
ii) Gail-এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে।
iii) রেজিস্ট্রেশন (Registration) করার সময় আবেদনকারীর বৈধ ফোন নম্বর(Verified Phone Number), বৈধ ই-মেল আইডি (Verified E-mail ID) এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট (Certificate) স্ক্যান করে আপলোড (Upload) করতে হবে।
আবেদন ফি:
i) আবেদন ফি জমা দিতে হবে অনলাইন (Online) মাধ্যমেই।
ii) UR, EWS এবং OBC ক্যাট্যাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০/- টাকা ধার্য হয়েছে।
iii) SC, SC এবং PWD ক্যাট্যাগরির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না।
-Written by Riya Ghosh