INFOSYS: কলকাতার বুকে এবার আসতে চলেছে ‘ইনফোসিস’! বাড়বে অনেক নতুন কর্মসংস্থান। জানুন বিস্তারিত।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কলকাতার বুকে আসতে চলেছে ‘Infosys’। গত বুধবার, সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে (Social Media Platform) এমনটাই জানিয়েছে তারা। এর ফলে রাজ্যে বাড়তে চলেছে কর্মসংস্থান (Job Requirements) এমনটাই আশার আলো দেখা যাচ্ছে।
প্রসঙ্গত বলা যায় যে, গত দুই-তিন বছর থেকেই এমনটা হবার কথা শোনা যাচ্ছিল তবে নির্দিষ্টরূপে কিছু বলা যাচ্ছিল না। তবে এবার ‘ইনফোসিস’ নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handle) থেকে ঘোষণা করেছে তাদের কলকাতায় আসার কথা। কর্মসংস্থান যে বাড়বে তেমন আশা তাঁরা নিজেরাই দিয়েছেন।
২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদন (News Article) অনুযায়ী, একদম শুরুর দিকে প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগের (Investment) মাধ্যমে একটি সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিলো এই সংস্থা। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে, শুরুতে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। সূত্রানুযায়ী, দশ বছরের আগে রাজারহাটে এই সংস্থাটি মোট পঞ্চাশ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। কেন তা জানা না গেলেও বর্তমানে রাজারহাটেই মোট ৪০ বর্গফুটের জায়গা নিয়ে এবার শীঘ্রই কলকাতায় অফিস খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।
তবে কবে এই সংস্থা কলকাতাতে আসবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। এই সংস্থার কর্মরত কর্মী সংখ্যা প্রায় দুই লক্ষ এবং কলকাতায় এসে কর্মসংস্থান বাড়লে সেই কর্মীসংখ্যা আরো বৃদ্ধি পাবে।
-Written by Riya Ghosh