চাকরির-খবর

IIIT Kalyani Recruitment 2023: আইআইআইটি কল্যানীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিশদে।

কল্যাণীর Indian Institute Of Information Technology অর্থাৎ IIIT তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি। (IIIT Kalyani Registrar Recruitment)

পদের নাম:
Register

শূন্যপদ:
১টি।

বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

বেতনক্রম:
মাসিক বেতন হবে ৩৭,৪০০/- টাকা থেকে ৬৭,০০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
ii) এর সঙ্গেই প্রার্থীর পূর্ব সমগোত্রীয় পদে চাকরির অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
iii) প্রার্থীদের যদি Assistant Professor পদে ন্যূনতম ১৫ বছর বা Associate Professor পদে নুন্যতম ৮ বছর চাকরির সঙ্গে ৩ বছর শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকে তাহলেও আবেদন করা যাবে এই পদের জন্য।
iv) এছাড়াও যদি কোনও গবেষণা প্রতিষ্ঠান বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের সূত্রে সমগোত্রীয় অভিজ্ঞতা থাকে প্রার্থীর তাহলে আবেদন করা যাবে।
v) প্রার্থীর যদি ১৫ বছরের প্রশাসনিক কাজের অভিজ্ঞতার মধ্যে ৮ বছর ডেপুটি রেজিস্ট্রার (Deputy Register) বা সমতুল্য পদে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলেও আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি:
i) চাকরি হবে পাঁচ বছরের চুক্তিভিত্তিক।
ii) চুক্তির ভিত্তিতে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের পদাধিকারীদের ডেপুটেশনে (Deputation) নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদন করার জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে থাকা লিংক থেকে ডাউনলোড করুন আবেদনপত্রটি।
iii) এবার দরকারি সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে আবেদন মূল্য বাবদ ১০০০ টাকা Demand Draft এ দিয়ে সমস্তকিছু একসাথে পাঠাতে হবে প্রতিষ্ঠানটির ঠিকানায়।
iv) বাকি সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে।

আবেদনের শেষ তারিখ:
২৫শে জুন, ২০২৩ সাল।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে চেক করুন।

Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker