খবর

হাতে আর মাত্র ১৬ দিন,তার মধ্যে আধার-প্যান লিংক না করলে বিপদে পড়বেন।

আজ মার্চ মাসের ১৫ তারিখ। হাতে রয়েছে আর মাত্র ১৭ দিন। ৩১ শে মার্চের মধ্যে যদি আপনি আধার কার্ড (Aadhaar Card) এবং প্যান কার্ড (Pan Card) লিঙ্ক না করেন তাহলে আপনাকে বেশ বিপদের মধ্যে পড়তে হবে।

বহুদিন ধরেই ভারতের আয়কর দপ্তর (Income Tax Department, India) প্যান কার্ড গ্রাহকদের আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য বলে আসছে। তবে বহু গ্রাহক সে কথায় কর্ণপাত করেনি এবং আয়কর দপ্তরের থেকেও ডেডলাইন ক্রমশ বাড়িয়ে যাওয়া হচ্ছিল। অবশেষে আয়কর দপ্তরের তরফ থেকে ৩১ শে মার্চকে অন্তিম তারিখ হিসেবে ঘোষণা করা হয়। এই তারিখের মধ্যে যদি কোন ব্যক্তি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে তার প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে তাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে।

যে সমস্ত গ্রাহকেরা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি , ৩১ শে মার্চের পর তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং প্যান কার্ড দিয়ে কোন রকম কাজই করা যাবে না এবং ফল পড়বে ব্যাংকের ক্ষেত্রেও।

গতবছর ১লা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক (Aadhaar Pan link 2023) করানোর জন্য। তবে তাতেও গ্রাহকরা কর্ণপাত করেনি। তারপরেই সময়সীমা বাড়ানো হয় এবং জরিমানার অংক নির্ধারণ করা হয়। বর্তমানে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে গ্রাহকদের এক হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে এবং সাইবার ক্যাফের কাজ মিলিয়ে মোট খরচ হচ্ছে প্রায় 1100 টাকা।

প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনারা আয়কর জমা করতে পারবেন না। আয়কর রিটার্নের রিফান্ড আটকে যাবে। যতটা আয়কর আপনাদের বর্তমানে দিতে হয়, তার থেকেও কয়েক গুণ বেশি আয়কর দিতে পারে। ব্যাংকের ক্ষেত্রেও প্রভাব পড়বে। কারণ আপনাদের ব্যাংকের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে প্যান কার্ড বাতিল হয়ে গেলে টাকা তোলার লিমিটেও পরিবর্তন আসতে পারে আপনার জন্য।

কীভাবে জানবেন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না?

(How to Check pan Aadhar link Status?)

আপনার আধার ও প্যান লিংক করা আছে কিনা তা আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন (Check PAN Aadhar Link Status)।

  • ১. প্রথমে incometax.gov.in-ওয়েবসাইটে যান।
  • ২. লিংকলিঙ্ক আধার স্ট্যাটাস’ -এ যান।
  • ৩. আপনার PAN এবং আধার নম্বর লিখে ‘View link Aadhar Status” অপশনটিতে ক্লিক করুন।

আপনার PAN আধারের সাথে লিঙ্ক করা থাকলে স্ক্রিনেই তা ভেসে উঠবে।

আধার এর সাথে প্যান লিংক করবেন কিভাবে?

(How to link Aadhar and Pan online?)

  • ১. Income Tax Department এর অফিশিয়াল ওয়েবসাইটে যান: https://www.incometaxindiaefiling.gov.in/
  • ২. ‘Quick Link’ সেকশনে গিয়ে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।
  • 3. এবার আপনার PAN নম্বর, আধার নম্বর এবং আপনার নাম লিখুন। নামের বানান আধার কার্ড অনুযায়ী হতে হবে।
  • 4. এরপর ক্যাপচা কোড লিখুন। এবং ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।

এরপর ১০০০ টাকা অনলাইন পে করে এই প্রক্রিয়া শেষ করতে পারবেন আপনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker