ব্যবসা-বাণিজ্য

বাড়িতে বসেই শুরু করুন ধূপকাঠির ব্যবসা, মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারবেন।

অনেকেই বাড়িতে থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেন। এজন্য ছোটখাটো দোকান বা ব্যবসার (Business) সাহায্য নিতে হয় অনেককেই। বর্তমানে বহু মানুষ ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং নিজেদের স্বল্প পুঁজিকে সম্বল করেই তারা ব্যবসার পথে এগোচ্ছেন। সফল হলে প্রত্যেক মাসে তারা কয়েক হাজার টাকা উপার্জন (Earning) করছেন। চাইলে আপনারাও আপনাদের স্বল্প পুঁজি নিয়ে ব্যবসার পথে যেতে পারেন। মাস গেলে আপনারা কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন ব্যবসা গুলি থেকে।

আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের জানাই। বহু মানুষ এই আইডিয়াগুলো নিজেদের জীবনে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছেন এবং চাইলে আপনারাও এই ব্যবসার আইডিয়াগুলি (Home Business Idea) নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন।

বাড়িতে বসে শুরু করার মত বিজনেসগুলির মধ্যে অন্যতম একটি বিজনেস হলো ধুপকাঠি তৈরির বিজনেস। আজকে আপনাদের ধুপকাঠির ব্যবসার (Agarbatti Making Business) সম্পর্কে বিস্তারিত জানাবো।

ধুপকাঠি সাধারণত আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং সামাজিক কাজে ব্যবহার করে থাকি। এছাড়া প্রত্যেক দিন সন্ধ্যায় সন্ধ্যাআরতি করার সময় দরকার পড়ে ধূপকাঠির। শুধুমাত্র ভারত নয় ভারতের বাইরের বিভিন্ন দেশে ধুপকাঠি ব্যবহার করা হয়। ধুপকাঠির বহু গুণ রয়েছে। এটি সুগন্ধি ছড়ানোর পাশাপাশি কীটনাশক এবং অ্যান্টিসেপটিক(Antiseptic) হিসেবেও কাজ করে।

ধূপকাঠির ব্যবসা কিভাবে শুরু করবেন?

(How To Start Agarbatti Making Business)

ধুপকাঠির ব্যবসা একটি ঝুঁকিমুক্ত ব্যবসা। আপনারা বাড়িতে খুব অল্প টাকা বিনিয়োগ করেও এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তবে ব্যবসা করার আগে আপনাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।

প্রথমে আপনাদের ধুপকাঠির বাজার সম্পর্কে একটু রিসার্চ(Research) করে নিতে হবে। এলাকার কোথায় কোথায় ধুপকাঠি পাওয়া যায়, সেগুলোর বাজার মূল্য কত, কাঁচামাল কোথায় পাওয়া যায়, তৈরি করতে কত খরচ হয় এবং বিক্রি করে লাভ কত টাকা হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের প্রথমে জেনে নিতে হবে।

ধূপকাঠির ব্যবসা করতে কতটা জায়গা লাগে?

(How Much Area Needed For Agarbatti Making Business?)

ধূপকাঠির ব্যবসা শুরু করতে গেলে আপনার খুব বেশি একটা জায়গা লাগবে না। আপনারা নিজেদের বাড়িতেই এই ব্যবসা শুরু করতে পারবেন। মোটামুটি ১০০০ বর্গফুট জায়গা হলেই আপনারা এই ব্যবসাটি স্বাচ্ছন্দে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

ধুপকাঠি তৈরির কাঁচামাল কি কি?

(Raw Materials For Making Agarbatti)

ধুপকাঠি তৈরি করতে প্রয়োজন হয় কাঠ-কয়লার গুঁড়ো ,হোয়াইট চিপস পাউডার, চন্দনের গুঁড়ো, জিগাত পাউডার ,বাঁশের কাঠি, পারফিউম, কাগজের বাক্স, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি।

ধুপকাঠি তৈরির কাঁচামাল কোথায় পাবেন?

ধুপকাঠি তৈরির যে সমস্ত কাঁচামাল(Raw Material) লাগে সেগুলি আপনারা খুব সহজেই সুলভ মূল্যে আপনার নিকটবর্তী হোলসেলার মার্কেটে পেয়ে যাবেন। এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমেও কাঁচামাল গুলি কিনতে পারেন। কলকাতার বড় বাজারে বিভিন্ন বড় বড় দোকান আছে।সেখানে যদি যেতে পারেন, তাহলে সরাসরি বড়বাজার(Barabazar, Kolkata) থেকে ধূপকাঠি তৈরির কাঁচামাল আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।

ধুপকাঠি তৈরি করতে কত সময় লাগে?

আগে ধুপকাঠি তৈরি হতো হাতে করে। তবে বর্তমানে ধুপকাঠি তৈরি হয় মেশিনের সাহায্যে। এক একটি মেশিন প্রতি মিনিটে দেড়শ থেকে ২০০ টি ধুপকাঠি তৈরি করতে পারে। তবে প্রথম দিকে যদি আপনার মেশিন(Agarbatti Making Mechine) কিনতে অসুবিধা হয় তাহলে হাতের সাহায্যেই ধুপকাঠি তৈরি করতে হবে।

ধূপকাঠি ব্যবসা শুরু করতে মোট খরচ?

আপনি যদি বাড়িতে হাতে করে ধুপকাঠি তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে আনুমানিক ১৩০০০ টাকা খরচ হতে পারে প্রথমদিকে। তবে আপনি যদি ভাল মেশিন কিনে ধূপকাঠি তৈরি করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার বেশি টাকা পর্যন্ত খরচ হবে। ধূপকাঠির ম্যানুয়াল মেশিন(Manual Machine For Making Agarbatti) এর দাম প্রায় ১৪ হাজার টাকা অটোমেটিক মেশিনের দাম ৯০ হাজার টাকা এবং হাই স্পিড মেশিনের দাম প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা হয়।

ধুপকাঠি তৈরীর মেশিন কোথায় কিনতে পারবেন?

ধুপকাঠি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির(Agarbatti Manufacturing Company) সাহায্যে আপনারা ধুপকাঠি তৈরির মেশিন কিনতে পারবেন। এছাড়া অনলাইনে বড় বড় কোম্পানিগুলির থেকে কিনে নিতে পারবেন ধুপকাঠি তৈরির অটোমেটিক মেশিন(Automatic Machine For Making Agarbatti) এবং হাইস্পিড মেশিন(High speed machine for making Agarbatti)।

ধুপকাঠি তৈরির মেশিন কেমন হয়?

ম্যানুয়াল মেশিন :

ম্যানুয়াল মেশিন সাধারণত মানুষকে অপারেট করতে হয়। এটির খরচ কম, উন্নত এবং টেকসই মানের।

অটোমেটিক আগরবাতি মেশিন: বড় করে ধূপকাঠির ব্যবসা তৈরি করতে চাইলে আপনাকে অটোমেটিক আগরবাতি মেশিন কিনতে হবে। এটি প্রত্যেক মিনিটে ১৫০ থেকে ১৮০ টি ধূপকাঠি তৈরি করে।

হাই স্পিড মেশিন:

এই মেশিনটি কিনলে আপনার শ্রমিক প্রায় লাগবেনা বললেই চলে। এই মেশিনটি থেকে প্রত্যেক মিনিটে 300 থেকে 450 টি ধুপকাঠি তৈরি করা সম্ভব।

ধুপকাঠি কিভাবে তৈরি করা হয়?

(How To Make Agarbatti?)

ধুপকাঠি সাধারণত দুই প্রকার। মসলা ধূপকাঠি এবং সুগন্ধি ধূপকাঠি।

মসলা ধূপকাঠি তৈরির জন্য আপনাদের প্রথমে কাঠ-কয়লার গুলো, কাঠের গুঁড়ো এবং জিগাত পাউডারের মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর এর সাথে জল নিয়ে মিশিয়ে আঠার মত বানিয়ে নিতে হবে। পাতলা বাঁশের কাঠিতে প্রলেপ লাগিয়ে নিয়ে রোল করে নিন এবং পরে সুগন্ধি তেলে ডুবিয়ে নিন , এরপর শুকিয়ে নিয়ে প্যাকিং করুন।

সুগন্ধি ধূপকাঠি তৈরির জন্য আগে তৈরি হওয়া ধুপকাঠি গুলি সুগন্ধি উপাদান ডুবিয়ে রাখতে হবে, বাজারে বিভিন্ন রকম সুগন্ধি কিনতে পাওয়া যায় এই সুগন্ধি গুলির মধ্যে ধুপকাঠি ডুবিয়ে রেখে পরে শুকিয়ে তা প্যাকিং করে বিক্রি করতে হবে।

ধূপকাঠি তৈরির সময় সতর্কতা:

ধুপকাঠি কখনোই রোদে শুকানো উচিত নয়। আপনারা ফ্যানের হাওয়ায় বা ঠান্ডা জায়গায় হাওয়া করে ধূপকাঠি শুকিয়ে নিতে পারেন। বর্তমানে ধুপকাঠি শুকানোর মেশিন কিনতে পাওয়া যায় ,আপনি সেটিরও সাহায্য নিতে পারেন।

ধুপকাঠি ব্যবসার জন্য রেজিস্ট্রেশন:

যে কোন রকম ব্যবসা করার আগে রেজিস্ট্রেশন(Business Registration) করে নেওয়া ভালো। এতে করে বিনিয়োগকারীদের কোম্পানির প্রতি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আপনারা এলাকার পঞ্চায়েত অফিস বা লাইসেন্স তৈরির অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

ধূপকাঠির প্যাকেজিং:

ধুপকাঠি তৈরির পর সেটা বিক্রি করার আগে ভালো করে প্যাকেজিং করা প্রয়োজন। আপনারা মেশিনের সাহায্যে বা হাতের সাহায্যে প্যাকেজিং করতে পারেন এবং উপরে নিজের নাম বা কোম্পানির লেভেল লাগাতে পারেন। এতে করে গ্রাহকদের আপনার ব্যবসা সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং আপনার ব্যবসার প্রতি তারা আকৃষ্ট হবে।

ধুপকাঠি তৈরীর পরে মার্কেটিং:

(Marketing For Agarbatti Making Business)

ধূপকাঠি তৈরির পর আপনাদেরকে ধুপকাঠির মার্কেটিং করতে হবে। এলাকার যেখানে যেখানে মন্দির আছে সেখানে যে সমস্ত দোকানে ধুপকাঠি বিক্রি হয় আপনারা সেখানে পাইকারি দরে ধূপকাঠি বিক্রি করতে পারেন। এছাড়া উৎপাদন করার জায়গা থেকে সরাসরি ধূপকাঠি বিক্রি করতে পারবেন।

ধুপকাঠির ব্যবসার প্রমোশনের জন্য আপনারা এলাকার বিভিন্ন বড় বড় সোশ্যাল মিডিয়া পেজ, লিফলেট ,ব্যানাদের সাহায্য নিতে পারেন।

আপনারা বাড়িতে অল্প মূলধন নিয়ে ধূপকাঠি তৈরির ব্যবসা শুরু করতে পারবেন। প্রথম দিকে টাকা পয়সা অল্প থাকলে আপনারা হাতে করে ধূপকাঠি তৈরি করতে পারেন। পরবর্তীকালে ব্যবসার প্রসার ঘটলে অটোমেটিক মেশিন কিনে আপনার ব্যবসা আরো বাড়িয়ে নিতে পারবেন প্রত্যেক মাসে আপনারা কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker