বসু বিজ্ঞান মন্দিরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
কলকাতা বসু বিজ্ঞান মন্দির বা Bose Institute এ রয়েছে কাজের সুযোগ। সেই কথা জানিয়ে প্রতিষ্ঠানের Biological Sciences এর তরফে ওয়েবসাইটে (Website) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু জেনে নিন বিস্তারিত। (Bose Institute Recruitment)
Table of Contents
পদের নাম:
Project Associate
কোন রিসার্চ বোর্ডের জন্য নেওয়া হবে প্রজেক্টের জন্য?
Science and Engineering Research Board অর্থাৎ SERB এর তরফে নেওয়া হবে প্রজেক্টের জন্য।
কাজের মেয়াদ:
প্রাথমিকভাবে এক বছরের জন্য নেওয়া হবে কাজটির জন্য। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীর (Reserved Category) বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Botany/Biotechnology/Life Science এ Post Graduated হতে হবে।
ii) প্রার্থী যদি Graduate Aptitude Test বা GATE উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে তিনি অগ্রাধিকার পাবেন।
iii) অন্যান্য যোগ্যতা বিষয়ে জানার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Published Notification) পড়ুন।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) প্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড (Download) করতে হবে আবেদনপত্র।
ii) এরপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে (Each Document) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ নেওয়ার তারিখ ও সময়:
আগামী ১ আগস্ট সকাল ১১:৩০ থেকে শুরু হবে ইন্টারভিউ নেওয়া।
ইন্টারভিউ নেওয়ার দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি (Important Document) সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ঠিক সময় পৌঁছে যেতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh