টাকা-পয়সা

Higher Pension Scheme: হাতে কম মাইনে এলে অহেতুক চিন্তা করবেন না। হায়ার পেনশন স্কীম নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের।

হায়ার পেনশন স্কিম (Higher Pension Scheme) অথবা উচ্চতর পেনশনের অপশন যাঁরা বেছে নিয়েছেন তাঁদের জন্য বড়ো খবর। নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র। তাঁদের জন্য Employees’ Provident Fund Organization এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কী সেই বিজ্ঞপ্তি, জেনে নিন বিশদে।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পেনশন স্কিমের Share Holder এবং পেনশনভোগীরা, যেসব কর্মীরা উচ্চতর পেনশনের বিকল্প বেছে নিয়েছেন তাঁদের জন্য সুখবর কারণ বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁদের অবদান বা বকেয়ার বিষয়ে সম্মতি জানানোর জন্য অতিরিক্ত তিনমাস সময় দেওয়া হবে।

গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, এর আগে গত বছরের নভেম্বর মাস গ্রাহকদের Higher Pension বেছে নেবার জন্য চার মাস সময় দিতে কেন্দ্রকে বলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে।

EPF ও নিয়োগকর্তাদের সঙ্গে অনলাইনে যৌথ বিকল্প ফর্ম পূরণ করতে গ্রাহকদের করে দিয়েছে উচ্চতর পেনশন বেছে নেওয়ার জন্য। এই প্রক্রিয়াটির সময়সীমা আগে ছিলো ৩রা মে,২০২৩ সাল। যা বর্তমানে বেড়ে ২৬শে জুন, ২০২৩ সাল পর্যন্ত করা হয়েছে।

নতুন পেনশন বিকল্প নিয়ে ধোঁয়াশা কোথায়?
গ্রাহকদের মধ্যে বর্তমানে অতিরিক্ত অবদানের বিকল্প কীভাবে কাজ করবে এবং উচ্চতর পেনশন বেছে নেওয়া হলে অর্থপ্রদানের পদ্ধতি কী হবে এই বিষয়গুলি নিয়ে একরকম ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। বিষয়গুলি স্পষ্ট নয়।

শুধু তাই নয় বরং Employees’ Provident Fund Organization এর তরফের সদস্যরাও এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারছেন না যে Higher Pension Scheme থেকে অংশগ্রহণ না করার জন্য বিকল্প সিদ্ধান্ত তাঁরা পাবেন কিনা!

EPFO কর্মীদের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। কিন্তু কেনো?
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী EPFO কর্মীদের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এবং তহবিল Fund Transfer করার সম্মতি দেওয়ার জন্য তিন মাস অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

EPFO-এর আঞ্চলিক আধিকারিকরা পেনশনভোগী বা EPFO সদস্যদের উচ্চতর পেনশনের জন্য অতিরিক্ত টাকা প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারে আরো অবহিত করবেন।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সুবিধাগুলো কী কী?
i) যাঁরা চাকুরীজীবী তাঁদের অতিরিক্ত টাকা অনুমতি নিয়ে PF Account theke Pension Account এ Transfer করা হবে।
ii) কারো যদি তিনমাসের মধ্যে মত পরিবর্তন হয় এবং আবেদন বাতিল করতে চান তবে এই তিনমাসের মধ্যে সেটিরও সুযোগ পাবেন।

অর্থাৎ কোনো কর্মচারীর যদি এটি মনে হয় যে তাঁকে এই বিকল্পের জন্য বেশি টাকা দিতে হচ্ছে তাহলে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তবে তার জন্য এই তিনমাস সময়ের মধ্যেই করতে হবে আবেদন বাতিল। তারপর আর গ্রাহ্য হবেনা।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker