সমস্ত চাকরির প্রস্তুতিতে ভারতবর্ষের সংবিধান/রাষ্ট্রবিজ্ঞান/Indian Polity থেকে MCQ এসে থাকে।তাই আমাদের Indian Polity Mcq in Bengali ভালোভাবে পড়তে হবে।
আপনাদের জন্য বিনামূল্যে Indian Polity Mcq Online Test দেওয়ার ব্যবস্থা করা হলো এই পেজে। সকলেই অংশগ্রহণ করুন।
আপনাদের জন্য আমরা অর্থাৎ Gkbaba-এর টিম সবথেকে গুরুত্বপূর্ণ সেরা প্রশ্নগুলি বেঁছে নিয়ে এই ভারতবর্ষের সংবিধান MCQ সেট তৈরি করেছে।
নীচের প্রশ্নগুলিতে সমস্ত উত্তর দেওয়া শেষ হলে “Finish” বাটনে ক্লিক করে নিজেদের রেজাল্ট চেক করে নিন।
Join With Us For ALL Contents (Free) | |
Telegram Channel: | |
Facebook Group: |
Table of Contents
MCQ Quiz by Gkbaba Details:
- Question- 10
- Type- MCQ
- Time- NA
- Good Marks- 80%
- Result- Yes
Indian Polity Mcq in Bengali :
অসাধারণ বন্ধু, তুমি ভালো করে পড়াশুনো করেছো এটাই প্রমান।প্রশ্নগুলো পারলে খাতাই নোট করে রাখো। আর চালিয়ে যাও প্রস্তুতি। GkBaba.in টিমের তরফ থেকে অনেক শুভেচ্ছা।❤ বন্ধু তুমি চেষ্টা করেছো এটাই অনেক। যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করে নাও।প্রশ্নগুলো পারলে খাতাই নোট করে রাখো। তোমার আগামী দিনের জন্য GkBaba.in টিমের তরফ থেকে অনেক শুভেচ্ছা। Results
#1. কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল ?
#2. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতি কীরূপ ?
#3. কোন দেশের সংবিধানের অনুসরণে ‘অবশিষ্ট ক্ষমতা’ কেন্দ্রের হাতে অর্পিত হয়েছে ?
#4. বিচার বিভাগীয় ধারনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল ?
#5. ভারতের রাস্ট্র ব্যবস্থা কীরূপ ?
#6. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
#7. কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ‘সংবিধানের আত্মা’ বলেছেন ?
#8. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
#9. মৌলিক অধিকারের ধারনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
#10. কে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে ‘নিষ্ঠাপূর্ণ সংকল্প’ বলে বর্ণণা করেছেন ?