কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের ইন্টার্নশিপের সুযোগ, জেনে নিন বিস্তারিত।
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জীবনবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর (Graduation and Masters Degree) ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Kazi Nazrul University) এই বিষয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
কোন বিভাগের জন্য এই সুযোগ?
প্রাণিবিজ্ঞান (Life Science) বিভাগের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।
প্রকল্পের নাম:
Biomolecular Characterization of a Novel Putative Intracecular Steroid Hormone-Binding Receptor from Ucheraria bancroftii for the Chemotherapeutic Intervention of Bancroftian Filariasis
কোন বিভাগের তরফে প্রকল্পটিতে অনুদান দেওয়া হয়েছে?
Department of Science-Science and Engineering Research Board-Core Research Grand -এর তরফে এই প্রকল্পটিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
প্রকল্পের মেয়াদ:
এই প্রকল্পে দুই মাসের জন্য ইন্টার্ন (Intern) হিসেবে কাজ করতে হবে।
কারা আবেদনের যোগ্য?
i) যে সব ব্যক্তির জীবনবিজ্ঞান, প্রাণিবিদ্যা, বায়োকেমিস্ট্রি, প্রাণিবিজ্ঞান (Life Science, Biochemistry, Zoology) এবং সমতুল্য বিষয়ে স্নাতক এনং স্নাতকোত্তর ডিগ্রি আছে, তাঁদের এই পদে নিয়োগ করা হবে।
ii) প্রার্থীর সংক্রামক এবং প্রদাহজনক (Inflammatory) রোগ নিয়ে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা:
একটি।
বেতন:
নির্বাচিত প্রার্থী মাসে পাঁচ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।
আবেদন প্রক্রিয়া:
অনলাইন মাধ্যমে নিজের যাবতীয় তথ্যসহ ৭ জুলাই, ২০২৩-এর মধ্যে প্রার্থীকে আবেদনপত্র পাঠাতে হবে।
ইন্টারভিউ নেওয়ার দিন:
বাছাই করা প্রার্থীদের ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের (Interview) দিন জানিয়ে দেওয়া হবে।
এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh