স্কলারশিপ

স্কুল পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ, জানুন বিস্তারিত।

ভারত সরকারের Science and Technology Department এর তরফে দারুণ স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের (School Students) জন্য। সম্প্রতি ভারত সরকারের (Indian Government) এই মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে INSPIRE Awards MANAK Scheme 2023-24 -এর তরফে বিজ্ঞপ্তি। ভারতের গরীব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই এই সুযোগ দিতে চায় সরকার যাতে পড়ুয়ার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পড়াশোনার জন্য মনোবল বৃদ্ধি পায়। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত। (New Scholarship for School Students)

INSPIRE Awards MANAK Scheme 2023-24 এর সমস্ত খুঁটিনাটি বিষয় নিচে আলোচনা করা হলো:

যোগ্যতা:

i) আবেদন করার জন্য পড়ুয়াকে ১০ থেকে ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়া অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে (6th Grade Class to 10th Grade Class) পাঠরত হতে হবে।
ii) আবেদনের জন্য ছাত্রছাত্রীদের পূর্বের ক্লাসে ভালো নম্বর পেয়ে থাকতে হবে।
iii) এছাড়াও বর্তমান বর্ষে বিদ্যালয়ে পঠন-পাঠনের প্রমাণপত্র দেখাতে হবে।

টাকার পরিমান:

i) ভারত সরকারের Science and Technology Department এর তরফে আয়োজিত এই স্কলারশিপে (Scholarship) প্রতিটি ছাত্রছাত্রীকে এককালীন ১০,০০০/- টাকা প্রদান করে থাকে।
ii) চলতি বর্ষেও এর কোনও পরিবর্তন (Changes) করা হয়নি।

আবেদন পদ্ধতি:

i) শুধুমাত্র অনলাইনে (Online) আবেদন করা যাবে এই স্কলারশিপের (Scholarship) জন্য।
ii) আবেদনের জন্য পড়ুয়াকে মন্ত্রকের নির্দিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে আবেদন জানাতে হবে।
iii) আবেদন জানানোর সময় পড়ুয়াকে নিজের সমস্ত প্রকার প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
iv) ওয়েবফর্মের (Webform) আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পর সাবমিট (Submit) করতে হবে।
v) সাবমিট করার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশান আইডি (Application ID) ভবিষ্যতের প্রয়োজনের জন্য নোট করে রাখতে হবে।

আবেদনের সময়সীমা:

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে Scholarship এর জন্য। আবেদন চলবে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে মন্ত্রকের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker