ব্যবসা-বাণিজ্য

Earn Money Online: বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকামের সেরা 10টি উপায়।

বাড়ি বসে কোনোরকম বিনিয়োগ না করে মাসে বা সপ্তাহে ভালোমতো অর্থ উপার্জন করতে আজকাল সবাই চান। বাড়িতে বসে, বাড়ির আরামদায়ক (Comfortable) পরিবেশের মধ্যে কাজটিও ভালো হয় যা নিজের সুবিধা মতো করা যায়।

শিক্ষার্থী, গৃহবধূ, বেকার ছেলেমেয়ে, অবসরপ্রাপ্ত ব্যক্তি বা চাকুরীজীবীরাও বর্তমানে অনলাইন(Online) মাধ্যমে অর্থ উপার্জন(Earning) করার উপায় খোঁজেন। নিজেরের অবসরপ্রাপ্ত সময়ে কাজগুলি নিজেদের সুবিধামতো করতে পারেন সবাই। আজ সেই কথা মাথায় রেখে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এমন কিছু অনলাইন মাধ্যমে অর্থ উপার্জনের উপায় বলতে চলেছি। প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

অনলাইনে উপার্জন (Online Earning) করার প্রধান কিছু উপায়:
প্রথমে উপায়গুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে বিস্তারিত আলোচনা করবো। উপায়গুলি হলো:

১) গ্রাফিক ডিজাইনিং(Graphic Designing)
২) অনলাইনে শিক্ষকতা(Online Tutoring)
৩) পণ্য ব্যবস্থাপনা(Product Management)
৪) কন্টেন্ট রাইটিং অথবা ফ্রিল্যান্স রাইটার(Content Writing or Freelance Writer)
৫) ডেটা এন্ট্রি(Data Entry)
৬) ওয়েব ডেভেলপমেন্ট(Web Development)
৭) ভাষা অনুবাদ(Language Translation)
৮) Social Media Manager
৯) স্টক ট্রেডিং(Stock Trading)
১০) কাস্টোমার সাপোর্ট(Customer Support)
চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক:

১) গ্রাফিক ডিজাইনিং(Graphic Designing):
এই বিষয়ে যদি জ্ঞান থাকে আপনার তাহলে আপনিও শুরু করতে পারেন এই পদ্ধতিতে উপার্জন। প্রধানত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন (Application) বা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট (Website) ডিজাইন করতে বলা হবে আপনাকে আর আপনি যদি মনমতো করতে পারেন এই কাজ তাহলে তো আপনার রোজগারও বৃদ্ধি পাবে।

দিনদিন গ্রাফিক ডিজাইনারের (Graphic Designer) চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর সাথে বাড়ছে পারিশ্রমিকও। চেষ্টা করে দেখতে পারেন।

২) অনলাইনে শিক্ষকতা(Online Tutoring):
আপনি যদি পড়াতে ভালোবেসে থাকেন তাহলে এই উপায়টি আপনার জন্য একদমই পারফেক্ট। বিশেষত যেসব ছাত্রছাত্রীরা আপনার থেকে দূরে এবং আপনার সাহায্য চায় তাদের পড়ার ক্ষেত্রে তাদের জন্য অনলাইনের মাধ্যমেই পড়ানো সম্ভব। আপনার পড়ানো যদি আপনার পড়ুয়াদের ভালো লাগে তাহলে ধীরে ধীরে আপনার ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে ও তার সাথে পাল্লা দিয়ে বাড়বে আপনার উপার্জন।

অনলাইনে পড়ানোর জন্য বর্তমানে এমন অনেক অ্যাপও বেরিয়েছে যার মাধ্যমে পড়ানোটাও সহজ হয়ে গেছে।

৩) পণ্য ব্যবস্থাপনা(Product Management):
বাড়িতে বসে যে সমস্ত উপার্জনের পদ্ধতি আছে তার মধ্যে এই উপায়টি উল্লেখ্য। বাড়িতে বসেই বড়ো বড়ো কোম্পানি থেকে আপনি তাঁদের পণ্য নিয়ে ব্যবস্থা করতে পারেন। একজন গ্রাহকের প্রয়োজনীয়তা বুঝে বিভিন্ন পণ্য তৈরির জন্য ইঞ্জিনিয়ারিং টিমকে (Engineering Team) প্রতিক্রিয়া জানানো আপনার দায়িত্ব হবে।

তবে এই কাজের জন্য আগে আপনাকে একটি কোর্স করতে হবে এবং আপনার অভিজ্ঞতা যত বেশি হবে, তত বেশি উপার্জন হবে।

৪) কন্টেন্ট রাইটিং বা ফ্রিল্যান্সার(Content Writing or Freelance Writer):
আপনি যদি লিখতে ভালোবেসে থাকেন তাহলে এই কাজটি আপনার জন্য একদম পারফেক্ট। বিভিন্ন ছোট বড় কোম্পানির হয়ে ব্র্যান্ড হিসেবে প্রচারের জন্য লেখা হবে আপনার কাজ। এছাড়া আপনি কোনো বিশেষ বিষয়ে লিখতেও পারেন।

আপনার যা প্রয়োজন তা হল ভাল ভাষা এবং ব্যাকরণ দক্ষতা। এটা যে কোন ভাষায় হতে পারে। এটি এই ক্ষেত্রের প্রধান মানদণ্ড সেটি মনে রাখবেন। অনলাইনে অনেক ওয়েবসাইটে আপনি কন্টেন্ট রাইটিং-এর জন্য বিষয়বস্তু পেয়ে যাবেন ও লিখে পাবেন ভালোমতো উপার্জন।

৫) ডেটা এন্ট্রি(Data Entry):
অনলাইনে যতগুলি উপার্জনের পথ আছে, তার মধ্যে ডেটা এন্ট্রির উপায়টি হলো সবথেকে সহজ। আপনি যদি কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করে থাকেন তবে এই চাকরি আপনার জন্য করা খুবই সহজ হবে।

এই কাজে আপনাকে কোম্পানির দেওয়া টেক্সট বা ডেটার লাইন কোনো এক সফটওয়্যার এর মধ্যে লেখা দেখে দেখে বা আপলোড করতে হবে যা ভীষণই সহজ। সহজ ভাষায় বলতে গেলে ডকুমেন্টগুলি (Document) একে একে কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে হবে।

৬) ওয়েব ডেভেলপমেন্ট(Web Development):
ওয়েব ডেভেলপারের প্রধান কাজ হল বিভিন্ন ওয়েবসাইট/ওয়েব অ্যাপ্লিকেশন (Website/Web Application) তৈরি এবং ডিজাইন করা। এটিও বর্তমানে প্রচলিত একটি বিপুল অঙ্কের অর্থ উপার্জন করার রাস্তা।

এই কাজের জন্য প্রধানত আপনাকে কোডিং জানতে হবে। এছাড়াও মার্কআপ ভাষা, ফটোশপ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বর্তমানে এই কাজের জন্যও প্রচুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

৭) সোশ্যাল মিডিয়া ম্যানেজার(Social Media Manager):
আপনি যদি সোশ্যাল মিডিয়া ভালোবেসে থাকেন তাহলে এই কাজটি করতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার মাধ্যমে আপনি অনেক পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। এটি একদম নতুন একরকম পন্থা।

সেলিব্রিটিরা বিশেষত এই কাজের জন্য লোক খোঁজেন কারণ তাঁরা প্রচুর ব্যস্ত থাকার দরুণ সোশ্যাল মিডিয়া ভাল করে ব্যবহার করতে পারেন না। এই সহজ কাজটি অর্থাৎ সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ করে অর্থ উপার্জন করতে পারেন আপনি।

৮) ভাষা অনুবাদ(Language Translator):
আপনি যদি একাধিক ভাষা জেনে থাকেন তাহলে এই কাজটি আপনার জন্য। বিভিন্ন ওয়েবসাইট তাঁদের জন্য অনুবাদের মানুষ খোঁজেন। সেই সব ওয়েবসাইটে গিয়ে আপনি খোঁজ করতে পারেন। বিশেষত বিদেশি ভাষা (Foreign Language) অনুবাদ করতে পারার জন্য অনেকেই মানুষ খোঁজেন। চাহিদাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

আপনি যদি এক বা একাধিক বিদেশী ভাষায় বিশেষজ্ঞ হন তবে আপনি কিন্তু এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রতি ঘন্টায় অনুবাদ করা শব্দের জন্য আপনি এই কাজের মাধ্যমে ভাল অর্থ উপার্জন করতে পারেন।

৯) স্টক ট্রেডিং(Stock Trading):
স্টক মার্কেটিং বর্তমানে বহুল প্রচলিত একটি উপার্জনের রাস্তা। বাড়িতে বসেই বিভিন্ন কোম্পানির শেয়ার ওঠানামা অনুযায়ী অর্থ বিনিয়োগ করে আপনি মুনাফা লাভ করতে পারেন।

তবে এই পথে উপার্জনের পথ একটু রিস্কি ও কঠিন। খুব সাবধানে অর্থ বিনিয়োগ করবেন তাহলেই কোনো চিন্তা নেই। অর্থ উপার্জনের ভালো রাস্তা এটি।

১০) কাস্টমার সাপোর্ট(Customer Support):
অনলাইন মার্কেটিং কোম্পানি যেমন অ্যাম্যাজন(Amazon), ফ্লিপকার্ট (Flipkart) ইত্যাদিতে গ্রাহক পরিষেবার জন্য কাস্টমার সাপোর্ট থাকে যাতে আপনি বিভিন্ন গ্রাহকের সঙ্গে কথা বলে তাঁদের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন ও ভালো অর্থ উপার্জন করতে পারেন।

চ্যাট সাপোর্ট(Chat Support), ভয়েস সাপোর্ট (Voice Support) এবং ইমেল সাপোর্ট (E-mail Support) এর মত বিভিন্ন অপশন আছে। আপনার শুধুমাত্র দরকার একটি ল্যাপটপ এবং একটি মোবাইল।

এইগুলি হলো বর্তমান সময়ে অর্থ উপার্জন করার শ্রেষ্ঠ উপায়। সবগুলিই কিন্তু বাড়িতে বসে এবং আপনার সময়মতো।

প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker