প্রায় ২০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার, জানুন জরুরী সব তথ্য।
রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বেশ টানাপোড়েন চলছে, বিতর্ক হচ্ছে অনেক। তারই মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের একটি সম্ভাবনা দেখা দিয়েছে এবং প্রায় ২০০০ শূন্যপদে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। (WB Teacher Recruitment)
রাজ্যে প্রায় তিন হাজার শুন্য পদে চাকরির সুযোগ রয়েছে এর মধ্যে অধিকাংশ শূন্যপদ গুলি মাদ্রাসা সার্ভিস কমিশনের। ৩০০০ পদে চাকরির গ্রীন সিগনাল পাওয়া গেছে সরকারের তরফ থেকে। এরই মধ্যে 1729 জনকে সরকারি শিক্ষক হিসাবে শূন্যপদে নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার।
গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিন হাজার শূন্য পদে নিয়োগের গ্রিন সিগন্যাল পাওয়া যায়। তারই মধ্যে 1729 জন কে শিক্ষক পদে নিয়োগ করা হবে। এছাড়া আরো বিশদে নিচে দেওয়া হল।।
- বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে এই বিভাগে।
- ৭২৮ টি পদে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ করা হবে।
- পুরুলিয়া ও বাঁকুড়ার একলব্য মডেল স্কুল-এ ৭৪ টি পদে নিয়োগ করা হবে।
- মাওবাদীদের হাতে আক্রান্ত পরিবার গুলির ২২ জনকে এবং দুজন প্রাক্তন কে এল সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে ঝাড়গ্রামে।
- কৃষি দপ্তরে ১২২টি শূন্য পদে নিয়োগ হবে।
- ৪৪টি শুন্য পদে সমবায় দপ্তরে নিয়োগ হবে কালিম্পং এবং ঝাড়গ্রামে।
অনেকে মনে করছেন সামনের পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, উদ্যানপালক অফিসার ইত্যাদি হিসেবে নিয়োগ করা হবে প্রার্থীদের।
গত মঙ্গলবার রাজ্যে কেবিনেট বৈঠক হয়। সেখানে একাধিক পদে নিয়োগের বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করা যাচ্ছে যে , আগামী কিছুদিনের মধ্যেই শূন্য পদ গুলিতে প্রার্থী দিয়ে পূরণ করে ফেলবে রাজ্য সরকার এবং অনেক বেকার যুবক যুবতীরা চাকরি পেতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই।