এবার থেকে কি বছরে দু’বার হবে NEET UG? সিদ্ধান্ত জানালো সরকার।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে এবার থেকে ভারতে বছরে মোট দুবার করে হবে NEET UG পরীক্ষা। ভারতের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানে ভর্তির জন্য NEET UG আয়োজন করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সির(National Testing Agency) তরফ থেকে এই পরীক্ষার আয়োজন করা হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মেডিকেলে(Medical Study) অধ্যায়ন করতে আগ্রহী, তারা এই পরীক্ষাতে বসেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেলে পড়ার সুযোগ পান।
সম্প্রতি কেন্দ্র সরকারের(Central Government) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবণ পাওয়ার NEET UG পরীক্ষা নিয়ে একটি বড় আপডেট জানান। সম্প্রতি একজন বিজেপি সংসদকে লোকসভায় প্রশ্ন করা হয়েছিল এবার থেকে কি নিট ইউ জি পরীক্ষা বছরে দুবার হবে? সেই প্রশ্নেরই উত্তর দেন ভারতী প্রবণ পাওয়ার। তিনি জানান যে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(National Eligibility Test) বছরে দুবার নেওয়ার কোন পরিকল্পনা নেই কেন্দ্র সরকারের। পড়ুয়াদের অতিরিক্ত সুযোগ দেওয়ার জন্য NEET UG পরীক্ষাও বছরে দুবার নেওয়ার কোনরকম পরিকল্পনা করেনি কেন্দ্র সরকার।
চলতি বছরের নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন(NEET UG REGISTRATION 2023) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত 6 মার্চ থেকে। দেশে বর্তমানে ৬৬০ টি মেডিকেল কলেজ রয়েছে। ২০১৪ সালের তুলনায় ৭১ শতাংশ বেড়েছে কলেজের সংখ্যা। আসল সংখ্যা বেড়েছে ১১০ শতাংশ। বর্তমানে আসন রয়েছে ৬৩ হাজার ৩৩৫টি। এমবিবিএস এর আসন সংখ্যা বেড়েছে ৯৭ শতাংশ। বর্তমানে এমবিবিএস এ আসন সংখ্যা আছে ১ লক্ষ ১ হাজার ৪৩ টি। এদের মধ্যে সরকারি কলেজের আসন সংখ্যা ৫২ হাজার ৭২৮ টি এবং বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪৮ হাজার ২৬৫ টি।