WISE Internship 2023 Scholarship: আপনিও পেতে পারেন বছরে 35 হাজার টাকা স্কলারশিপ। কীভাবে? জানুন বিস্তারিত।
Ministry of Science and Technology এর Department of Science and Technology এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপ(Scholarship)। প্রতি বছরের ন্যায় এবছরেও বিজ্ঞপ্তি জারি হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে। সম্প্রতি শুরু হয়েছে এই বিষয়ে আবেদন নেওয়া। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, টাকার পরিমাণ ইত্যাদি বিষয়ে জানতে চাইলে প্রতিবেদনটি পড়ুন।
প্রধানত ভারতবর্ষের গরিব ও দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন, কর্মক্ষমতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় এই সংস্থা যা ভারত সরকার অনুমোদিত। (WISE Internship 2023 Scholarship)
আবশ্যিক যোগ্যতা:
আবেদনকারীর বিজ্ঞান বিভাগের যেকোনো স্ট্রিম যেমন Masters/B.Tech/M.Tech/MBBS/M.Phil/M.Pharma/MVSC/PhD অথবা সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
২৫ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষার্থীরা এই আবেদন করার যোগ্য।
কতটা পরিমাণে টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে?
Department of Science and Technology এর তরফে জানানো হয়েছে যে, চলতি বছরে যাঁরা আবেদন করবেন তাঁরা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাবেন এই স্কলারশিপের মাধ্যমে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা হবে অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য Department of Science and Technology এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে থাকা আবেদনপত্র পাবেন।
iii) এবার আবেদনপত্রটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করুন।
আবেদনের শেষ তারিখ:
৩১ শে মে, ২০২৩ সাল। ইতিমধ্যেই আবেদন চলছে।
মনে রাখবেন যে শুধু মহিলা শিক্ষার্থীরাই এই আবেদনের যোগ্য।
-Written by Riya Ghosh