IPL 2023 দেখুন একদম বিনামূল্যে। কোথায়, কিভাবে দেখবেন? জেনে নিন।
৩১ মার্চ শুরু হল IPL, ভারতবর্ষের ক্রিকেটপ্রেমীরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আইপিএলের। একাধিক রাজ্য থেকে টিম তৈরি করে খেলা হয় এবং অনেক খেলোয়াড়েরা এই খেলায় অংশগ্রহণ করেন। বাইরের একাধিক দেশ থেকে ভালো ক্রিকেটারদের আনা হয় এবং টিমগুলোতে অন্তর্ভুক্ত করা হয়।
এবছর দেশের মোট ১২ টি শহরে আইপিএল ম্যাচ হবে। কলকাতাতেও হবে ম্যাচ। এছাড়া বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, আহমেদাবাদ সহ একাধিক রাজ্য হবে ম্যাচ।
৩১ মার্চ গুজরাট জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে খেলা ছিল। প্রথম দিন এই একটা জমজমাট ম্যাচ উপহার পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এতদিন পর্যন্ত আইপিএল দেখার জন্য টাকা খরচ করে টিভিতে চ্যানেল এড করতে হতো বা মোবাইলেও টাকা দিয়ে খেলা দেখতে হতো। ডিজনি প্লাস হটস্টারে(Disney + Hotstar) বেশ মোটা টাকা খরচ করলে তবেই আইপিএল খেলা দেখা যেত এতদিন। তবে এ বছর একদম বিনামূল্যেই আইপিএল ম্যাচ(Free IPL Match) দেখতে পারবেন।
আইপিএলের অনলাইন স্ট্রিমিং(IPL Online Streaming) এর সত্ত্ব কিনেছে নেটওয়ার্ক ১৮ সংস্থা। তাই জিও সিনেমাতেও আপনারা দেখতে পারবেন বিনামূল্যে এই খেলা। জিও সিনেমা অ্যাপ মোবাইলে ইন্সটল করলে বিনামূল্যেই দেখতে পাবেন আইপিএলের সমস্ত ম্যাচ গুলি। 4K রেজোলিউশনেও দেখতে পারবেন সবকটি ম্যাচ। সে ক্ষেত্রে বেশ অনেক ডাটা খরচ হতে পারে গ্রাহকদের। গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ৬ টি ডাটা প্যাক (New Jio Pack For IPL) লঞ্চ করেছে জিও সংস্থা। ক্রিকেটপ্রেমিরা যাতে নির্বিঘ্নে ম্যাচগুলি দেখতে পারে, তার জন্য এই প্যাকগুলি লঞ্চ করা হয়েছে।
আইপিএলের প্রতিটি ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে জিও সিনেমা অ্যাপ। জিও ব্যবহারকারীদের প্রথমে প্লে স্টোর থেকে জিও সিনেমা অ্যাপ(Jio Cinema App) ডাউনলোড করতে হবে। এখান থেকেই আপনারা বিনামূল্যে আইপিএল ম্যাচ গুলো দেখতে পারবেন। এছাড়া মোট বারোটি ভাষায় কমেন্ট্রি (IPL Commentary) শুনতে পারবেন আপনারা।
– Written by Tanmoy Debnath