Group-C Recruitment: রাজ্যের ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশনে গ্ৰুপ-সি পদে নিয়োগ, আবেদন চলছে
রাজ্যের ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশনে (District Planning Section), জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্ৰুপ-সি (Group-C) এর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরি হবে চুক্তিভিত্তিক এবং পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই পদগুলির জন্য আবেদন করতে পারেন। আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি (Article) শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম:
Sub-Assistant Engineer
শূন্যপদ:
১টি।
আবশ্যিক যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ ডিপ্লোমা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে (Computer Application) ডিপ্লোমা (Diploma) করা থাকতে হবে।
ii) এছাড়াও Computer Added Design, Data Entry এবং Account সম্পর্কিত বিভিন্ন স্কিমের (Scheme) রক্ষণাবেক্ষণের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
মাসিক বেতন ৩০ হাজার টাকা।
পদের নাম:
Accountant-cum-Data Entry Operator
শূন্যপদ:
১টি।
আবশ্যিক যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্সে (Commerce) স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে (Computer Application) সার্টিফিকেট কোর্স (Certificate Course) করা থাকতে হবে আবেদনকারীকে।
ii) সরকারী অ্যাকাউন্টিং পদ্ধতি (Accounting System) এবং ডেটা এন্ট্রি অপারেশনে (Data Entry Operation) পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
মাসিক বেতন ২৫ হাজার টাকা।
পদের নাম:
Data Entry Operator
শূন্যপদ:
১টি।
আবশ্যিক যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (Graduation Degree) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট (Computer Application Certificate) কোর্স করা থাকতে হবে আবেদনকারীর।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
মাসিক বেতন ১১ হাজার টাকা।
আবেদন পদ্ধতি:
i) অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে।
ii) সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (Official Website) www.jalpaiguri.gov.in e গিয়ে আবেদন করার সমস্ত তথ্য পাওয়া যাবে।
iii) এই ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত জরুরি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
iv) আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি (Xerox of Documents) এবং নিজের ছবি স্ক্যান (Scan) করে আপলোড (Upload) করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য ঠিকমতো দিয়ে সাবমিট (Submit) করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবার তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০/০৩/২০২৩ তারিখ থেকে।
আবেদন প্রক্রিয়া শেষ হবার তারিখ:
আবেদন প্রক্রিয়া চলবে ১৩/০৪/২০২৩ তারিখ অবধি।
নিয়োগ প্রক্রিয়া:
i) প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে।
ii) এরপরে হবে কম্পিউটার টেস্ট(Computer Test)।
iii) সবশেষে ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াতে কত নম্বর থাকতে হবে?
i) লিখিত পরীক্ষায় (Written Exam) ৮০ নম্বর, কম্পিউটার টেস্টে (Computer Test) ১০ নম্বর এবং ইন্টারভিউতে (Interview) ১০ নম্বর থাকবে।
ii) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট (Merit List) তৈরি করে সেই অনুযায়ী এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
Apply Now: Click Here
-Written by Riya Ghosh