BCKV Recruitment: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়াসহ সমস্ত তথ্য বিশদে জানুন।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (BCKV) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এই পদে নেওয়া হবে কর্মী। কোন পদে নিয়োগ হবে, আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি। (BCKV Course Facilitator Recruitment)
পদের নাম:
কোর্স ফেলিসিটেটর।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীর অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার(Agriculture/Horticulture)-এ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
ii) প্রার্থীর অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
বেতনক্রম:
মাসিক বেতন ১৭ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে নিয়োগ হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
ইন্টারভিউ হবে ২৩শে মে ঠিক সকাল সাড়ে ১১টা।
ইন্টারভিউয়ের স্থান:
বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ভাবে ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউতে কী কী নথি লাগবে তা জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) চেক করতে হবে। সমস্ত জরুরি তথ্য নিয়ে ঠিক সময়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে প্রার্থীদের।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটটি চেক করুন।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh