ফের DA বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বাড়ছে বেতনও, চওড়া হাসি কর্মীদের মুখে।
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে নিজের কর্মীদের ওপরে অনেকখানি সদয় হয়েছে কেন্দ্রীয় সরকার। বছরের শুরুতেই ডিএ বাড়ানো থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitness Factor) অর্থাৎ AICPI এর জেরে কর্মীদের বেতনও বৃদ্ধি পেয়েছে অনেকটাই।
এছাড়াও বছরের শুরুতেই বিগত ১৮ মাসের বকেয়া টাকা নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বিগত বছরের রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে 7th Pay Commission! জানিয়ে রাখা ভালো যে 6th Pay Commission অনুযায়ী ইতিমধ্যেই সরকারী কর্মীরা ৩৮% DA পেতেন।
সপ্তম পে কমিশন লাঘু হওয়ার কারণে কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৪% বেড়ে হয়েছে ৪২ শতাংশ। চলতি বছর জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারী কর্মীরা এবং পেনশন গ্রাহকরা সুবিধা পাচ্ছেন এই বর্ধিত DA এর।
কেন্দ্রীয় সরকারের কর্মীরা নিয়মমাফিক এমনিতেই বছরে দুবার তাঁদের DA পেয়ে থাকেন। একটি পান বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে এবং অন্যটি পান বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই মাসে। এবছর সেই নিয়মেই ডিএ পাবেন কর্মীরা।
জুলাই মাসের ডিএ বাড়তে পারে ফের ৪% মতো আর তাতে মোট ডিএ – র পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশ। বিস্তারিত বোঝাতে গেলে বলতে হয় যে, যদি একজন কেন্দ্রীয় সরকারের কর্মীর মূল বেতন হয় ২০ হাজার টাকা; তবে বর্ধিত DA নিয়ে তাঁর বেতন গিয়ে দাঁড়াবে ৩০ হাজার টাকা! অর্থাৎ ১০ হাজার টাকা তিনি বাড়তি পাবেন।
তবে মনে রাখতে হবে যে, এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক। চলতি বছরের কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পেশ করা তথ্য অনুসারে চলতি বছরের মার্চ মাসেই বৃদ্ধি পেয়েছে AICPI সূচক। এই সূচক অনুযায়ীই প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং পেনশন গ্রাহকদের ডিএ নির্ধারিত হয়।
এর মধ্যেই অর্থাৎ ২৮শে এপ্রিল ইতিমধ্যেই গত ২৮ এপ্রিল বিগত মার্চ মাসের AICPI ইনডেক্সের (All-India Consumer Price Index) অর্থাৎ সুচকের তথ্য প্রকাশ পেয়েছে। এই সূচক গত ফেব্রুয়ারিতে কমে গেলেও মার্চ মাসেই এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি পেয়েছে।
এর ফলে মনে করা হচ্ছে যে, আগামী পয়লা জুলাই থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই এআইসিপিআই (AICPI)-এর সূচক ২.১% বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের এই বিষয়ে দাবি যে বর্তমানে ১৮ হাজার টাকা তাঁদের নুন্যতম মজুরি সীমা হিসেবে রাখা হয়েছে। এর মাধ্যমে Increment Fitment Factor কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ এবং সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার কথা বলা হয়েছে। এমনটা যদি হয় তাহলে কর্মীদের নূন্যতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। এই ক্ষেত্রে যেসব কর্মীদের বেসিক স্যালারি (Basic Salary) নূন্যতম ৭২০ টাকা হলে এবং কর্মীদের নূন্যতম মজুরি ১৮ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ২৬ হাজার টাকা হবে।
ফলে বছরের শুরু থেকে এবার মাঝামাঝি সময় অর্থাৎ জুলাইতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর আসতে চলেছে। তাই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মুখে চওড়া হাসি আসাটাই স্বাভাবিক।
-Written by Riya Ghosh