Business Idea: হাজার টাকারও কমে শুরু করুন এই ব্যবসা, দুর্দান্ত লাভ করবেন প্রতিদিন!
অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে চাকরির বাজার সংকুচিত হয়ে আসায় অনেকেরই শেষ আশা ব্যবসা। বর্তমানে যত দিন এগোচ্ছে ততই দেশের নবীন প্রজন্মদের মধ্যে নতুন নতুন ব্যবসা (Business) বা স্টার্স্টআপের (Startup) প্রবণতা বাড়ছে। অনেকে আছেন যাদের মূলধন থাকলেও ব্যবসা করার মতো আইডিয়া (Business Idea)থাকে না আবার অনেকের আইডিয়া থাকলেও ব্যবসা করার মতো মূলধন থাকেনা। এজন্য আপনারা এমন ব্যবসা শুরু করতে পারেন যেটি শুরু করতে আপনাদের তেমন কোন বিনিয়োগ দরকার পড়বে না, তবে লাভের অংক হবে অনেক বেশি।
এমন অবস্থায় যদি আপনারা একদম অল্প টাকা বিনিয়োগের মাধ্যমে কোনো লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ব্যবসার কথা বলা হবে, যেটি আপনারা এক হাজার টাকার কম টাকা দিয়েই শুরু করতে পারবেন এবং প্রতিদিন দুর্দান্ত অংকের টাকা লাভ করতে পারবেন।
আজকে আপনাদেরকে জানানো হবে পটেটো চিপস বা আলুর চিপস তৈরির ব্যবসার সম্পর্কে। (Potato Chips Business Idea)
যত দিন যাচ্ছে আলুর চিপসের চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রকম কোম্পানিগুলি প্যাকেটজাত করে তাদের আলুর চিপস বাজারে বিক্রি করছে। যে কোন মুদিখানা বা পাইকারি দোকানে গেলেই বাইরে অনেক আলুর চিপসের প্যাকেট দেখতে পাওয়া যায়। আলুর চিপস বর্তমানে সকালে এবং সন্ধ্যায় খাওয়ার মত একটি ভালো স্ন্যাকস। তাই এই ব্যবসাটি যদি আপনারা মন প্রাণ দিয়ে করতে পারেন, তাহলে লাভের অংকের দিক তাকিয়ে আর কখনো পেছনে ফিরতে হবে না।
আলুর চিপসের ব্যবসা শুরু করতে কত টাকা প্রয়োজন?
যে কোন রকম ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পুঁজি দরকার হয়। তবে আপনি যদি আলুর চিপসের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার মোট খরচ হবে 850 টাকা বার তার সামান্য একটু বেশি। আলুর চিপস তৈরি হয় একটি মেশিনের সাহায্যে। এই মেশিনটি আপনারা অনলাইনে বা বড় কোন হোলসেলার এর কাছ থেকে কিনতে পারবেন। মেশিনটির বাজার দর প্রায় ৮৫০ টাকা।
আলুর চিপসের ব্যবসা করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কি?
আলুর চিপসের ব্যবসা করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল হল কাঁচা আলু। পাশাপাশি আপনার কিছু পাত্র, প্যাকেট এবং জায়গার প্রয়োজন হবে।
আলুর চিপস কিভাবে তৈরি করা হয়?
বর্তমানে আলুর চিপস তৈরি করা হয় মেশিনের মাধ্যমে। আপনারা মেশিনটিকে কোন একটি বড় টেবিলে স্থাপন করতে পারেন এবং এই মেশিনটির মাধ্যমেই আপনারা আলু থেকে আলুর চিপস তৈরি করে নিতে পারবেন খুব সহজেই।
আলুর চিপসের মার্কেটিং কিভাবে করবেন?
আলুর চিপস তৈরি করার পর আপনার প্রথম লক্ষ্য হবে সেগুলি বাজারে বিক্রি করা। এর জন্য আপনি যদি নির্দিষ্ট একটি ব্র্যান্ড বা কোম্পানির নাম দিতে পারেন নিজের কোম্পানির, তাহলে বেশি লোক আপনার কোম্পানির নাম জানতে পারবে এবং বিক্রিও হবে বেশি।
প্যাকেটজাত করার পরেই চিপস আপনি বিভিন্নভাবে বিক্রি করতে পারবেন। আপনি নিজস্ব স্টলের মাধ্যমে সেগুলি বিক্রি করতে পারবেন, বা প্যাকেটজাত করে কোন বড় দোকানের মারফত বিক্রি করতে পারবেন বা পাইকারি বিক্রেতাদের মাধ্যমেও আলুর চিপস আপনি বাজারে বিক্রি করতে পারবেন।
তাছাড়া বর্তমানে অনলাইনের মাধ্যমে জিনিসপত্র বিক্রি করার এবং কেনার হার বহু গুণে বেড়ে গেছে। এই জন্য আপনারা আপনাদের পণ্য হিসেবে আলুর চিপস অনলাইনের মাধ্যমেও বিক্রি করতে পারবেন।
আলুর চিপসের ব্যবসায় কত টাকা লাভ হতে পারে?
আলুর চিপস তৈরির ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। এখানে আপনি আপনার কাঁচামালের পেছনে যত টাকা খরচ করবেন, তার থেকে প্রায় সাত আট গুণ বেশি টাকা লাভ করতে পারবেন। আপনি যদি ১০ কেজি আলুর চিপস বিক্রি করতে পারেন, তাহলে প্রত্যেকদিন আপনারা অন্তত এক হাজার টাকা লাভ করতে পারবেন। যেটি মাসের শেষে দাঁড়াবে প্রায় ৩০ হাজার টাকা।
আলুর চিপসের ব্যবসাটি খুব অল্প মূলধন নিয়ে শুরু করা যায় এবং বড় বিনিয়োগের প্রয়োজন পড়ে না। পাশাপাশি প্রত্যেক দিন ১০ কিলো আলুর চিপসও আপনারা যদি বিক্রি করতে পারেন, তাহলে বছরে প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা লাভের ব্যবসা করতে পারবেন। যারা বর্তমানে বেকার সমস্যায় ভুগছেন, তারা বাড়িতে অল্প জায়গাকে কাজে লাগিয়ে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন।