ব্যবসা-বাণিজ্য

Business Idea: গৃহবধূদের জন্য সেরা ১০টি ব্যবসার উপায়, সহজেই ইনকাম করুন হাজার হাজার টাকা।

বর্তমান সময়ে গৃহবধূ প্রতিটি মহিলা নিজের পায়ে দাঁড়াতে চান। খুব স্বল্প পরিমাণে হলেও নিজের উপার্জনের টাকায় নিজের ছোটখাটো শখ পূরণ করতে চান। কিন্তু সবার পক্ষে সংসার সামলে বাইরে বেরিয়ে উপার্জন (Earning) করা কঠিন হয়ে পরে!

তাই তাঁদের কথা মাথায় রেখেই আজ আমরা এই প্রতিবেদনটি নিয়ে এসেছি যেখানে আমরা এমন ১০টি ব্যবসার (Business Idea) কথা বলতে চলেছি যেগুলি আপনারা বাড়িতে বসেই অবসর সময়ে করলেও বিপুল অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক।

গৃহবধূদের জন্য সেরা ১০টি ব্যবসার ধারণা। (Top 10 Business Ideas for Housewives)

i) যোগা ক্লাস(Yoga Class):
না না, আপনাকে ভারী ভারী ব্যায়াম করতে হবেনা। সহজ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ (Free Hand Exercise) বা প্রাণায়াম (Pranayam) দিয়ে শুরু করুন আপনার ক্লাস। প্রাণায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ইচ্ছে না হলে রয়েছে আরো দুটি উপায়। সেগুলি হলো-
a) নাচ শেখানো(Dance Class): আপনি যদি নৃত্যে পারদর্শী হয়ে থাকেন, তবে নাচ শেখাতে পারেন। নাচও কিন্তু খুব ভালো একটি ব্যায়াম।
b) জুম্বা(Zumba): এটিও একটি নাচের ফর্ম। এই জুম্বা আজকাল বেশ বিখ্যাত হয়ে উঠেছে শরীরচর্চার উদ্দেশ্যে। নতুন ধরনের একটি আর্টফর্ম (Artform) হবার দরুণ এটিও আপনি শেখাতে পারেন।

ধীরে ধীরে আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে আপনি অনলাইনেও শেখাতে পারেন।

ii) ক্যাফে বা রেস্টুরেন্ট তৈরি(Cafe or Restaurent):
”কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই”- এই বিখ্যাত গানের লাইন ধরেই বলি যে আপনার নতুন ব্যবসা কিন্তু আপনার একান্ত নিজস্ব ক্যাফেও (Own Cafe) হতে পারে।

বাড়ির এককোণে পরে থাকা ফাঁকা জায়গাতে কয়েকটি চেয়ার-টেবিল নিয়ে মুখরোচক বিভিন্ন খাবার যেমন- বিভিন্ন ধরনের কফি(Coffee), স্যান্ডউইচ(Sandwich), পকোরা(Pokora), কোল্ড ড্রিঙ্কস(Cold Drinks) ইত্যাদি নিয়ে ব্যবস্থা করে শুরু করুন আপনার নিজস্ব ক্যাফে।

আবার যদি আপনার জমানো অর্থের পরিমাণ বেশি হয় তাহলে খুলে ফেলতে পারেন নিজস্ব রেস্টুরেন্ট যেখানে থাকবে রকমারি খাবার। ইন্ডিয়ান (Indian Food) থেকে শুরু করে ইতালিয়ান খাবার (Italian Food) অবধি।

iii) বিউটি পার্লার বা স্পা সেন্টার(Beauty Parlour or Spa Center):
পার্লারের কাজ শিখে নিজের পার্লার খুলে ফেলতে পারেন। প্রতিটি মেয়েই পার্লারে যায় অন্তত বছরে একবার হলেও চুল কাটতে তো যাবেই। পার্লার (Parlour) খুলতে পারেন বাড়ির মধ্যেই।

স্পা (Spa) খুলে ফেলতে পারেন পার্লারের সঙ্গেই। মেয়েরা তাদের হাত ও পায়ের বিশেষ যত্ন নেন তাই প্রশিক্ষণ নিন পেডিকিউর (Pedicure) ও ম্যানিকিওর (Manicure) এর।

এগুলির সামর্থ্য আপনার না থাকলে অর্থাৎ নিজের পার্লার বা স্পা খুলতে না পারলে সাজানোর কাজ শিখে হয়ে যেতে পারেন মেকআপ আর্টিস্ট (Makeup Artist) বা মেহেন্দি আর্টিস্ট(Mehendi Artist)।

iv) কন্টেন্ট রাইটিং(Content Writing):
লিখতে ভালোবাসলে শুরু করতে পারেন কন্টেন্ট রাইটিং। নিজের ব্লগ (Blog) শুরু করতে পারেন এবং তাতে কিছু প্রচলিত টপিকে লিখে আপনি উপার্জন করতে পারেন।

আবার বিভিন্ন সংস্থার জন্য ফ্রিল্যান্সিং (Freelancing) এর মাধ্যমে লিখতে পারেন।

v) হাতে তৈরি জিনিসের ব্যবসা(Handmade Things):
হাতে তৈরি বিভিন্ন গয়না, ঘর সাজানোর জিনিস, উপহার, কার্ড তৈরি করে ব্যবসা করা যেতে পারে। এগুলির বাজারে চাহিদাও বিশেষ আছে।

vi) বিভিন্ন ধরনের জামাকাপড়ের ব্যবসা:
বাজারে চাহিদা অনুযায়ী ভিন্ন ধরনের পোষাক বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতে পারেন। নিজের দোকান খুলতে না পারলে অনলাইনের (Online) মাধ্যমে শুরু করুন আপনার ব্যবসা।

vii) মেয়েদের রোজকারের দরকারি জিনিসের ব্যবসা:
মেয়েদের জরুরি জিনিস যেমন স্যানিটারি প্যাড(Sanitary Pad), মেন্সট্রুয়াল কাপ(Menstrual Cup), ট্যাম্পন(Tampon), পিরিয়ড প্যান্টি(Period Panty), হট ওয়াটার বটল (Hot Water Bottle) ইত্যাদি অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে পারেন প্রতিটি বাড়ির মেয়েদের কাছে যাতে তারা কোনরূপ অসুবিধা না বোধ করে।

viii) ওয়েব ডিজাইন(Web Design):
এটি উপার্জন করার ভীষণ ভালো একটি উপায় বর্তমান যুগে। এই বিষয়ে ভালো মতো জ্ঞান থাকলে আপনিও ওয়েব ডিজাইন করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন।

ix) সফটওয়্যার ডেভেলপমেন্ট(Software Development):
যদি আপনি ইঞ্জিনিয়ারিং (Engineering) নিয়ে পড়াশোনা করে থাকেন বা আইটি (IT) থেকে পাশ করে থাকেন তবে এই উপায়টি একবার হলেও পরখ করতে পারেন। নিজের কোনো অ্যাপ বানিয়ে হয়ে উঠুন সফটওয়্যার ডেভলপার(Software Developer)!

x) অ্যাকাউন্টেন্সি ফার্ম(Accountancy Farm):
যদি আপনি কমার্স (Commerce) নিয়ে পড়ে থাকেন তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন একটি অ্যাকাউন্টেন্সি ফার্ম যা অন্যদের অনেক সাহায্য করে আপনাকে এনে দেবে উপার্জন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker