শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য সুখবর! রাজ্যে চালু হলো অনলাইনে PF পরিষেবা।
গত কয়েক বছর ধরে রাজ্যের প্রাথমিক থেকে মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা অনলাইনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড পরিষেবা দেবার বিষয়ে দাবি জানিয়ে আসছেন। Provident Fund(PF) পরিষেবাটি অনলাইনের মাধ্যমে পাওয়া গেলে এটির জন্য অন্য কারো ওপরে নির্ভর করতে হবেনা।
সম্প্রতি রাজ্যের বিকাশ ভবন এর সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য সরকারি স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষা কর্মীদের অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের পরিষেবা দেওয়া নিয়ে শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে। জানানো হয়েছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবাটি অনলাইনের মাধ্যমে চালু করে দেওয়া হতে পারে।
বাংলা শিক্ষা পোর্টালে(Bangla Siksha Portal) নিজস্ব আইডি দিয়ে প্রভিডেন্ট ফান্ড একাউন্ট তৈরি হবে। রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা নিজেদের আইডি এবং পিন নম্বর ব্যবহার করে সহজেই তাদের প্রভিডেন্ট ফান্ড একাউন্ট এর আপডেট জানতে পারবেন। সিক্ষকমহল মনে করছেন যে আগামী দিনে ঋণ নেওয়া বা অবসরকালীন টাকা তোলার সময় অনেক বেশি ঝঞ্ঝাটমুক্ত হওয়া যাবে অনলাইনে এই নতুনপরিষেবার কারণে।
রাজ্যের শিক্ষক সংগঠনগুলি মনে করছে, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা অন্য স্কুলে বদলি হন, তারা এই পরিষেবার ফলে সব থেকে বেশি উপকৃত হবেন। কারণ প্রোফাইল ট্রান্সফারের সাথে সাথে পিএফ একাউন্টেরও ট্রান্সফার হয়ে যাবে। ফলে জটিলতা অনেকটাই কমে যাবে।
রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টরেট একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জানিয়েছেন যে, শিক্ষকদের আইডি আপডেট করার আগে নতুন স্কুল ইন্সপেক্টরদের অবশ্যই নিজেদের আইডি আপডেট করতে হবে। এই পরিষেবা চালু করার ফলে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সমস্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। বহুদিন ধরে তাদের করে আসা দাবিটিও অবশেষে মিটতে চলেছে বলে খুশি হতে চলেছেন বহু শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা।